পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বর্ষবরণের রাতে যাত্রীদের জন্য নির্দেশিকা জারি দিল্লি মেট্রোর - Delhi Metro

কোরোনা সংক্রান্ত পরিস্থিতির জেরে বছরের শেষে এমনিতেই সতর্ক কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারগুলিকে ইতিমধ্যেই চিঠি দিয়ে সতর্কবার্তা পাঠিয়েছে তারা। প্রয়োজন মতো বিধিনিষেধ আরোপ করতেও বলা হয়েছে। সেই প্রেক্ষিতে দিল্লি মেট্রোর এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

Delhi Metro issues new guidelines for travelling on New Year's Eve
বর্ষবরণের রাতে যাত্রীদের জন্য নির্দেশিকা জারি করল দিল্লি মেট্রো

By

Published : Dec 30, 2020, 8:16 PM IST

দিল্লি, 30 ডিসেম্বর: বর্ষবরণের রাতে ভিড়ে নিয়ন্ত্রণ আনতে নতুন নির্দেশিকা জারি করল দিল্লি মেট্রো কর্তৃপক্ষ । তাতে বলা হয়েছে, রাজীব চক মেট্রো স্টেশন থেকে রাত 9টার পর আর বের হওয়া যাবে না । যাত্রীদের সেই ভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

দিল্লি মেট্রোয় সোমবার থেকে চালকবিহীন মেট্রো চালু হয়েছে। আপাতত দিল্লি মেট্রোর ম্যাজেন্টা লাইনে এই পরিষেবা দেওয়া হচ্ছে। এর ফলে দিল্লি মেট্রো বিশ্বের মেট্রো পরিষেবার বিশেষস্থানে জায়গা করে নিয়েছে। কারণ সারা বিশ্বে যত মেট্রো চলে তার মাত্র 7 শতাংশ স্বয়ংক্রিয়ভাবে চলে।

সোমবার এই পরিষেবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভার্চুয়ালি তিনি এই উদ্বোধন করেন। তার মাধ্যমেই দিল্লি মেট্রোয় এই নতুন যুগ শুরু হয়েছে। ওই একই অনুষ্ঠান থেকে ন্যশনাল কমন মবিলিটি কার্ডেরও উদ্বোধন করেন তিনি । ওই কার্ডের মাধ্যমে দেশের যে কোনও জায়গায় পরিবহন করা যাবে।

আরও পড়ুন:বর্ষবরণের উৎসবে রাশ টানতে রাজ্যগুলিকে অনুরোধ কেন্দ্রের

কোরোনা সংক্রান্ত পরিস্থিতির জেরে বছরের শেষে এমনিতেই সতর্ক কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারগুলিকে ইতিমধ্যেই চিঠি দিয়ে সতর্কবার্তা পাঠিয়েছে তারা। প্রয়োজন মতো বিধিনিষেধ আরোপ করতেও বলা হয়েছে। সেই প্রেক্ষিতে দিল্লি মেট্রোর এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

ABOUT THE AUTHOR

...view details