পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

11 মাসেই তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হারাল দিল্লি - প্রাক্তন মুখ্যমন্ত্রী মদনলাল খুরানা

গত বছরের অক্টোবর থেকে এবছরের অগাস্টের মধ্যে তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হারাল দিল্লি ৷ গতবছর অক্টোবরে মৃত্যু হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মদনলাল খুরানার ৷ তারপর শীলা দীক্ষিত ৷ গতকাল শেষ নিশ্বাস ত্যাগ করেন দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুষমা স্বরাজ ৷

ফাইল ফোটো

By

Published : Aug 7, 2019, 5:09 AM IST

দিল্লি, 7 অগাস্ট : গত বছরের অক্টোবর থেকে এবছরের অগাস্ট ৷ মাত্র এগারো মাসের মধ্যেই তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হারাল দিল্লি ৷ গতবছর অক্টোবরে মৃত্যু হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মদনলাল খুরানার ৷ তারপর এবছর জুলাইয়ে শীলা দীক্ষিত ৷ আর গতকাল শেষ নিশ্বাস ত্যাগ করেন দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুষমা স্বরাজ ৷

গতকাল 67 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর । দিল্লির AIIMS-এর জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷ সেখানেই মৃত বলে ঘোষণা করা হয় ৷ বেশ কয়েক মাস ধরেই শরীরটা ভালো ছিল না সুষমা স্বরাজের । দীর্ঘ রাজনৈতিক জীবনে সাত বার সাংসদ নির্বাচিত হয়েছিলেন । 2014 সালে বিদেশন্ত্রকের দায়িত্ব পান ৷ প্রথমে মহিলা হিসেবে সামলেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রীত্ব৷

20 জুলাই বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিল্লির তিনবারের মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত ৷ 81 বছরের এই কংগ্রেস নেত্রী গান্ধি পরিবারের ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে ছিলেন ৷ 1998 সাল থেকে 2013 পর্যন্ত একটানা 15 বছর দিল্লির মুখ্যমন্ত্রীত্ব সামলেছেন । 2013 সালে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির কাছে পরাজিত হন । সোনিয়া গান্ধির অত্যন্ত ঘনিষ্ঠ শীলা দীক্ষিতকে তারপর বেশ কয়েকদিন তেমনভাবে দিল্লির রাজনীতিতে সক্রিয়ভাবে দেখা যায়নি । 2014 সালের মার্চ থেকে অগাস্ট পর্যন্ত সামলান কেরালার রাজ্যপালের দায়িত্ব । 2017 সালে তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে উত্তরপ্রদেশে লড়াইয়ে নামতে চেয়েছিল কংগ্রেস । যদিও সেই চেষ্টা সফল হয়নি । আর এবছর দিল্লির প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি নির্বাচিত হন তিনি ৷

গতবছর অক্টোবরেই আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হারিয়েছে দিল্লি ৷ 27 অক্টোবর মৃত্যু হয় মদনলাল খুরানার ৷ 1993-96 পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন তিনি ৷ বাজপেয়ি সরকারের সময় সামলেছেন সংসদীয় ও পর্যটন মন্ত্রীর দায়িত্ব ৷ 2004 সালে সামলেছেন রাজস্থানের রাজ্যপালের দায়িত্ব ৷

ABOUT THE AUTHOR

...view details