পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

119 বছরে আজই শীতলতম দিন দিল্লিতে - উত্তরপ্রদেশ

আজ দিল্লির তাপমাত্রা ছিল 2.4 ডিগ্রি সেলসিয়াস । 119 বছরে শীতলতম দিন ।

দিল্লি
দিল্লি

By

Published : Dec 30, 2019, 11:19 PM IST

Updated : Dec 30, 2019, 11:54 PM IST

দিল্লি, 30 ডিসেম্বর : 119 বছর পর শীতলতম দিন দেখল দিল্লি । আজ সেখানকার তাপমাত্রা ছিল 2.4 ডিগ্রি সেলসিয়াল । সঙ্গে শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা । যার জেরে দিল্লিগামী কম-বেশি 21 টি বিমানের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয় ৷ ছ'টি বিমান বাতিল করা হয় ৷ দেরিতে চলে একাধিক বিমান ৷ জারি রয়েছে লাল সতর্কতাও ।

আজ ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট বা IMD-র তরফে একটি টুইটে এই তথ্য জানানো হয় । এনিয়ে IMD-র আঞ্চলিক প্রধান একটি সংবাদ সংস্থাকে বলেন, "দিল্লিতে দিনেরবেলার তাপমাত্রা স্বাভাবিক মাত্রার থেকে অর্ধেক থাকছে । কিন্তু আজ সকালে তাপমাত্রা অনেকটা বেশি নেমেছে ।"

এই বছর দিল্লির তাপমাত্রা প্রায়দিনই রেকর্ড ভাঙছে । গতকালও তাপমাত্রা 2.4 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল । দিল্লির পাশাপাশি উত্তরপ্রদেশ, হরিয়ানা, পঞ্জাব ও চণ্ডীগড়েও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম ছিল ।

Last Updated : Dec 30, 2019, 11:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details