পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জামিয়ার জখম পড়ুয়াদের সরকারি খরচে চিকিৎসা হবে না, নির্দেশ দিল্লি হাইকোর্টের - আইনজীবীরা আদালত কক্ষেই "ধিক ধিক" রব তোলেন

রবিবার রাতে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে পড়ুয়াদের উপর লাঠি চালানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে । জখম হয়েছেন একাধিক পড়ুয়া । যাঁদের অনেকেই চিকিৎসাধীন । তাঁদের দুজনের শরীরে বুলেটের ক্ষত রয়েছে । পড়ুয়াদের অনেকের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা । বিষয়টি নিয়ে একাধিক আবেদন জমা পড়েছিল দিল্লি হাইকোর্টে । আবেদনগুলি আজ নাকচ করল দিল্লি হাইকোর্ট ।

delhi
delhi

By

Published : Dec 19, 2019, 8:31 PM IST

দিল্লি , 19 ডিসেম্বর : জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র-পুলিশ সংঘর্ষে জখম পড়ুয়াদের পক্ষে জমা পড়া আবেদনগুলি আজ নাকচ করল দিল্লি হাইকোর্ট । উচ্চ আদালত জানায়, জখম পড়ুয়াদের কোনও 'বিশেষ সুবিধা' দেওয়া হবে না । সেইসময় উপস্থিত আইনজীবীরা আদালত কক্ষেই "ধিক ধিক" রব তোলেন । জখম পড়ুয়াদের সরকারি খরচে চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিতে অন্তত 6টি আবেদন জমা পড়েছিল আদালতে । কিন্তু সেই আবেদনগুলির শুনানির পর আজ দিল্লি হাইকোর্ট জানিয়েছে, জখম পড়ুয়াদের চিকিৎসার কোনও খরচ দেওয়া হবে না ।


রবিবার রাতে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে পড়ুয়াদের উপর লাঠি চালানো ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ার অভিযোগ ওঠে দিল্লি পুলিশের বিরুদ্ধে । পড়ুয়াদের উপর পুলিশ গুলি চালিয়েছে বলেও অভিযোগ রয়েছে । ঘটনায় জখম হয়েছেন একাধিক পড়ুয়া । তাঁদের মধ্যে দুজনের দেহে বুলেটের ক্ষত রয়েছে । জখম পড়ুয়াদের অনেকেই এখনও হাসপাতালে চিকিৎসাধীন । পড়ুয়াদের অনেকের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা । বিষয়টি নিয়ে একাধিক আবেদন জমা পড়েছিল দিল্লি হাইকোর্টে । আজ শুনানির পর আবেদনগুলি নাকচ করার পাশাপাশি কেন্দ্র, দিল্লি সরকার ও দিল্লি পুলিশকে নোটিশ পাঠায় উচ্চ আদালত ।


জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে গত রবিবার রাতে পড়ুয়া ও শিক্ষকরা ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলেন বলে জানিয়েছেন । সেইসময় ক্যাম্পাসে পুলিশ ঢুকে তাঁদের বিক্ষোভ দমনের চেষ্টা করে । অভিযোগ ওঠে অন্যায়ভাবে লাঠিচার্জের । ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল । প্রায় 100 জন পড়ুয়াকে আটক করে পুলিশ । এই ঘটনার বিরোধিতা করে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিতেও পড়ুয়ারা প্রতিবাদ শুরু করে । সেই রাতেই মশাল জ্বালিয়ে পথে নামে হায়দরাবাদ মৌলনা আজ়াদ উর্দু জাতীয় বিশ্ববিদ্যালয় ও কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা । বিদেশেও বিভিন্ন মহলে এই ঘটনায় নিন্দার ঝড় ওঠে । তবে আজ দিল্লি আদালতের এই নির্দেশের পর সরকার পক্ষ কিছুটা স্বস্তিতে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details