দিল্লি, 26 ফেব্রুয়ারি : BJP নেতাদের বিরুদ্ধে হিংসাত্মক বক্তব্যের অভিযোগের উত্তর দিল দিল্লি হাইকোর্ট । দিল্লি পুলিশকে ভর্ৎসনা করে আদালত জানাল, কেন এই ব্যক্তিদের বিরুদ্ধে এখনও কোনও মামলা দায়ের করা হয়নি? হিংসাত্মক বক্তব্যের ক্ষেত্রে কোনওরকম দেরি না করে শীঘ্রই মামলা দায়ের করা উচিত বলে আদেশ দেয় আদালত । BJP নেতা কপিল মিশ্র, অনুরাগ ঠাকুর, অভয় বর্মা এবং প্রবেশ বর্মার বক্তব্যের ভিডিয়ো আজ আদালতে দেখানো হয় । এরপরেই দিল্লি পুলিশকে FIR দায়ের করার নির্দেশ দেয় আদালত ।
রবিবার থেকে উত্তর-পূর্ব দিল্লিতে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে । নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থক এবং বিরোধীদের মধ্যে সংঘর্ষের কারণে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 27এবং 200-র বেশি মানুষ জখম । যারা এই হিংসায় মদত দিয়েছে বা যারা হিংসাত্মক ঘটনায় জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে FIR করার জন্য দিল্লি হাইকোর্টে আবেদন করা হয়েছিল । সেই আবেদনের শুনানির সময়েই BJP নেতাদের ভিডিয়োগুলি দেখানো হয় ।
বিচারপতি এস মুরলিধরের জাজ বেঞ্চে এই মামলার শুনানি হয় । দিল্লি পুলিশের উদ্দেশে তিনি বলেন, "পাবলিক প্রপার্টির ক্ষতি করার জন্য FIR করার ক্ষেত্রে আপনারা তৎপরতা দেখিয়েছিলেন । কিন্তু এই বক্তব্যগুলির জন্য আপনারা কেন মামলা দায়ের করেননি? অপরাধের উপস্থিতি স্বীকার করতে চাইছেন না? এই মুহূর্তে FIR দায়ের করুন । " সলিসিটর জেনেরাল তুষার মেহতা বলেন এই ভিডিয়োগুলি হিংসাত্মক ।