পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

1984-র দাঙ্গার দোষীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিল্লি হাইকোর্টের - জেল কর্তৃপক্ষকে নির্দেশ হাইকোর্টের

চিকিৎসার কারণে তিন মাসের জন্য সাজা স্থগিত চেয়ে নরেশ শেহরাওয়াতের আবেদনের উপর দিল্লি সরকার ও SIT-র রিপোর্ট 25 মে'র মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেয় দিল্লি আদালত । এছাড়া, জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী তিন দিনের মধ্যে যেন নরেশকে ILBS হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় ।

দিল্লি হাইকোর্ট
দিল্লি হাইকোর্ট

By

Published : May 20, 2020, 6:09 PM IST

দিল্লি, 20 মে : 1984 সালে শিখ বিরোধী দাঙ্গায় অভিযুক্তদের মধ্যে একজন গুরুত্ব অসুস্থ । তাই তাকে ILBS হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট । কারণ, তার লিভার ও কিডনি প্রতিস্থাপন করতে হবে ।

বিচারপতি মনমোহন ও সঞ্জীব নারুলার বেঞ্চ ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে এই শুনানি পরিচালনা করে । চিকিৎসার কারণে তিন মাসের জন্য সাজা স্থগিত চেয়ে নরেশ শেহরাওয়াতের আবেদনের উপর দিল্লি সরকার ও SIT-র রিপোর্ট 25 মে'র মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেয় এই বেঞ্চ ।

1984-র দাঙ্গার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত নরেশ শেহরাওয়াতের আবেদনের শুনানি ছিল আজ । প্রাথমিক পর্যায়ে লিভার ও কিডনি প্রতিস্থাপনের প্রয়োজনের ভিত্তিতে তিন মাসের জন্য সাজায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চেয়েছিল সে ।

11 মার্চ লিভার ইনস্টিটিউট অফ অ্যান্ড বিলিয়ারি সায়েন্স (ILBS) হাসপাতালের চিকিৎসকের সঙ্গে দেখা করার কথা ছিল নরেশের । কিন্তু, কোরোনা সংক্রমণের সময় তাকে নিয়ে যাওয়াটা খুবই বিপজ্জনক হতে পারে বলে তখন জেল কর্তৃপক্ষ তাকে নিয়ে যায়নি ।

আইনজীবী কামরা ভোহরার মাধ্যমে দিল্লি সরকারকে ও আইনজীবী তারান্নুম চীমার মাধ্যে বিশেষ তদন্তকারী দল (SIT)-কে আবেদনের বিষয়ে নোটিস জারি করেছে আদালত ।

জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী তিন দিনের মধ্যে যেন নরেশকে ILBS হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় । কর্তৃপক্ষকে 25 মে'র মধ্যে সমস্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে । এছাড়া 26 মে পরবর্তী শুনানি হবে বলে জানানো হয়েছে ।

এই দাঙ্গা মামলার পুনরায় তদন্তের জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছিল । 1984 সালের দাঙ্গার সময় দিল্লিতে দু'জনকে খুন করার সঙ্গে জড়িত মামলায় আদালতে যশপাল সিংকে মৃত্যুদণ্ড ও নরেশ শেহরাওয়াতকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল । বিশেষ তদন্তকারী দল এই মামলা পুনরায় শুরু করার পরই তারা দোষী হিসেবে সাব্যস্ত হয় ।

নরেশ তার সাজার বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছিল, যা এখনও মুলতুবি রয়েছে । যশপাল সিংয়েরও মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা আবেদন হাইকোর্টে মুলতুবি রয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details