পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সাত দিন সময় চূড়ান্ত, আর নির্ভয়া-দোষীদের কোনও সুযোগ নয় : আদালত - দিল্লি

পাতিয়ালা হাউজ় কোর্ট দোষীদের ফাঁসিতে অনিদির্ষ্টকালের জন্য স্থগিতাদেশ দিয়েছিল ৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েছিল তিহার জেল কর্তৃপক্ষ ৷ আদালত সাতদিনের মধ্য়ে সব আইনগত প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিল ৷

দিল্লি হাইকোর্ট
দিল্লি হাইকোর্ট

By

Published : Feb 5, 2020, 10:24 AM IST

Updated : Feb 5, 2020, 5:15 PM IST

দিল্লি, 5 ফেব্রুয়ারি : আর টালবাহানা মানতে রাজি নয় আদালত ৷ নির্ভয়া কাণ্ডে দোষীদের সাতদিন সময় বেঁধে দেওয়া হল ৷ এই সময়ের মধ্যে যা যা আইনগত আবেদন করার তা করে নিতে হবে ৷ তার পর একদিনও বেশি সময় দোষীরা পাবে না আইনগত কোনও পদক্ষেপ করার ৷ আজ দিল্লি হাইকোর্ট এই নির্দেশ জারি করল ৷ পাশাপাশি আদালত জানিয়েদিল, সাত দিন দোষীদের বিরুদ্ধে ফাঁসি দেওয়া প্রক্রিয়া শুরু হবে ৷ চার জনকে একসঙ্গে ফাঁসি দেওয়ার বিষয়টিও আজ ফের একবার নিশ্চিত করে আদালত ৷ নির্ভয়া কাণ্ডে দোষীদের ফাঁসিতে অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশ দিয়েছিল দিল্লি পাতিয়ালা হাউজ় কোর্ট ৷ এই রায়কে চ্যালেঞ্জ জানিয়েছিল কেন্দ্রীয় সরকার ও তিহার জেল কর্তৃপক্ষ ৷

বিচারক সুরেশ কুমার কাইতের সিংগল বেঞ্চের তরফে রবিবার সব পক্ষের বক্তব্য শোনা হয় ৷ রবিবার শুনানির সময় দোষীদের তরফের আইনজীবী এ পি সিং বলেন, "শুধুমাত্র এই মামলায় মৃত্যুদণ্ড দেওয়ার জন্য এত তাড়া কেন ? অভিযুক্তরা দলিত সম্প্রদায়ের মানুষ ৷ তারা দিল্লি এসে ঝামেলায় জড়িয়ে পড়ে ৷ মুকেশ ও রাম সিং দলিত ৷ রাজস্থানের একটি গ্রাম থেকে এই দুই ভাই এসেছিল ৷ এই ঘটনায় এদের কোনও দোষ নেই ৷"

মুকেশের হয়ে উপস্থিত ছিলেন আইনজীবী রেবেকা জন ৷ বলেন, "পাটিয়ালা হাউজ় কোর্টের নির্দেশকে পাশে রেখে সরকার এটা করতে চাইছে ৷" যেখানে "দিল্লি হাইকোর্টে আগেই বলা হয়েছিল ট্রায়াল কোর্টের যে কোনও নির্দেশ শুধুমাত্র সুপ্রিম কোর্টেই চ্যালেঞ্জ করা যাবে ৷"

কেন্দ্রের হয়ে এই শুনানিতে উপস্থিত ছিলেন সলিসিটার জেনেরাল তুষার মেহতা ৷ তিনি অভিযোগ করে বলেন, দোষীরা ইচ্ছে করে এই মৃত্যুদণ্ডকে পিছোনোর চেষ্টা করছে ৷ মৃত্যুদণ্ডের এভাবে পিছোনো দোষীদের উপরই প্রভাব ফেলবে ৷

Last Updated : Feb 5, 2020, 5:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details