দিল্লি, 14 জানুয়ারি : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (JNU) হামলার পরিকল্পনা করা হয়েছিল দু'টি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ৷ এই অভিযোগ আগেই উঠেছিল ৷ এবার সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহারকারীদের মোবাইল বাজেয়াপ্ত করার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট ৷ 'ইউনিটি এগেইনস্ট লেফ্ট' ও 'ফ্রেন্ডস অফ RSS' নামের ওই গ্রুপ দু'টির মধ্যে যে কোনও একটির সঙ্গে যুক্ত থাকলেই তাদের মোবাইল বাজেয়াপ্ত করা হবে ৷ এই মর্মে পুলিশ প্রশাসনকে নির্দেশ পাঠিয়েছে হাইকোর্ট ৷
5 জানুয়ারি JNU চত্বরে রীতিমতো তাণ্ডব চালিয়েছিল মুখ ঢাকা একদল হামলাকারী ৷ পড়ুয়া ও অধ্যাপকদের উপর ওই হামলায় জখম হয়েছিলেন 34 জন ৷ বিশ্ববিদ্যালয়ের সার্ভার রুমেও হামলা চালায় তারা ৷ ফলে ঘটনার তদন্তে নেমে CCTV ফুটেজ পেতেও সমস্যায় পড়ে পুলিশ আধিকারিকরা ৷ সেই কারণে হামলাকারীদের শনাক্ত করতে আগেই গুগল, ফেসবুক, অ্যাপেল ও হোয়াটসঅ্যাপকে ওই ঘটনার সঙ্গে যুক্ত সমস্ত তথ্য আইনানুগভাবে সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট ৷