দিল্লি, 3 অক্টোবর: ডেঙ্গি মোকাবিলায় সম্প্রতি দিল্লি সরকার '10 হাফতে 10 বাজে 10 মিনিট' কর্মসূচি শুরু করেছে । আর এই প্রকল্পে আশাপ্রদ ফলও মিলতে শুরু করেছে বলে জানিয়েছে দিল্লি সরকার । এই কর্মসূচির পাঁচ সপ্তাহের মাথায় স্কুল পড়ুয়াদের হাতিয়ার করে সকলের মধ্যে ডেঙ্গি সচেতনতা বৃদ্ধি করতে চাইছে দিল্লি সরকার । ডেঙ্গি প্রতিরোধ কী কী করণীয় তা প্রচার করা হচ্ছে ।
ডেঙ্গি সচেতনতা বৃদ্ধিতে স্কুল পড়ুয়াদের হাতিয়ার করছে দিল্লি সরকার - Delhi government
ডেঙ্গি সচেতনতায় এবার স্কুল পড়ুয়াদের হাতিয়ার করতে দিল্লি সরকার । ডেঙ্গি সচেতনতায় '10 হাফতে 10 বাজে 10 মিনিট' প্রকল্পের পাঁচ সপ্তাহের মাথায় স্কুল পড়ুয়ারা তাদের নিজ নিজ বাড়িতে কোথাও জল জমে রয়েছে কি না পরিদর্শন করবে । এতে সকলের মধ্যে ডেঙ্গি সচেতনতা বাড়বে বলে মনে করা হচ্ছে ।
গত সপ্তাহে ডেঙ্গি প্রতিরোধে সমস্ত রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে (RWAs) এগিয়ে আসতে আহ্বান জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । এডিস মশা বাহিত রোগ প্রতিরোধে সচেতন হতে বলেন । ডেঙ্গি ক্যাম্পেনের পাঁচ সপ্তাহের মাথায় স্কুল পড়ুয়াদের সচেতন করা হবে । তাদেরকে এই কাজে উৎসাহিত করতে একটি বিশেষ বাড়ির কাজ দেওয়া হবে । প্রত্যেকের নিজের বাড়িতে সকাল 10টায় 10 মিনিট ব্যয় করে বাড়ির কোথাও জল জমে রয়েছে কি না তা দেখতে হবে । জমে থাকলেও সঙ্গে সঙ্গে তা পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে । নিজেদের বাড়ির নিকাশি ব্যবস্থা পরিদর্শনের পর পড়ুয়ারাও তা পরিষ্কারে উৎসাহিত হবে । বিষয়টি তাদের বন্ধু-বান্ধবদের জানিয়ে সচেতনতা গড়ে তুলতে পারবে । এর মাধ্যমে সরকারি এই কর্মসূচি সাফল্য পাবে বলে মনে করা হচ্ছে ।
গত সপ্তাহে কেজরিওয়াল টুইটে লেখেন, "চতুর্থ রবিবারে বাড়িতে থেমে জমা জল পরিষ্কার করে এই কর্মসূচিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যাক । এইভাবেই আমরা ডেঙ্গির লার্ভা জন্মানো নিয়ন্ত্রণ করতে পারি । আমাদের পরিবার ও পুরো দিল্লিকে সুরক্ষিত রাখতে পারি । এই বছর দিল্লি সরকার ডেঙ্গি সচেতনতায় একটি টেলিফোনিক হেল্প লাইন নম্বর (01123300012) এবং একটি হোয়াটসঅ্যাপ হেল্প । লাইন নম্বর (8595920530) চালু করেছে ।