দিল্লি, 11 নভেম্বর : দিল্লিতে গাড়ির ধোঁয়ার থেকে দূষণ কমাতে ‘রেড লাইট অন, গাড্ডি অফ’ ক্য়াম্পেনের মেয়াদ 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দিল্লির AAP সরকার ৷ বুধবার এমনটাই জানালেন দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই ৷ 21 অক্টোবর থেকে দিল্লিতে শুরু হয় এই ক্য়াম্পেন ৷ যার সূচনায় মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছিলেন, যদি 10 লাখ গাড়ি এই ক্য়াম্পেনের সঙ্গে যুক্ত হয় তাহলে দিল্লির বাতাসের দূষণ মাত্রা 10 লেভেল কমবে ৷ বছরে সেই পরিসংখ্য়ানটা আরও বেশি হবে বলে জানিয়েছিলেন কেজরিওয়াল ৷
দিল্লিতে দূষণ রোধে "রেড লাইট অন, গাড্ডি অফ" ক্য়াম্পেনের মেয়াদ বাড়ল - গোপাল রাই
সেই সময় বলা হয়েছিল দূষণের বিরুদ্ধে প্রচার 15 নভেম্বর পর্যন্ত চালানো হবে ৷ তবে, বর্তমান দূষণ পরিস্থিতিতে দিল্লি সরকার সিদ্ধান্ত নিয়েছে 31 ডিসেম্বর পর্যন্ত সেই সময়সীমা বাড়ানো হয়েছে ৷ সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই ৷
সেই সময় বলা হয়েছিল, দূষণের বিরুদ্ধে প্রচার 15 নভেম্বর পর্যন্ত চালানো হবে ৷ তবে, বর্তমান দূষণ পরিস্থিতিতে দিল্লি সরকার সিদ্ধান্ত নিয়েছে, 31 ডিসেম্বর পর্যন্ত সেই সময়সীমা বাড়ানো হবে ৷ সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই ৷ এই ক্য়াম্পেনটিকে ফেজ় 2 বলে উল্লেখ করেছেন তিনি ৷ একই সঙ্গে রাই বিরোধীদের উদ্দেশ্য়ে আবেদন করেছেন, যাতে দিল্লিবাসীকে আতশবাজি পোড়ানো থেকে বিরত থাকতে বোঝান ৷
এনিয়ে গোপাল রাই বলেন, সরকার চায় আতশবাজিকে নিষিদ্ধ করতে সবাই এই উদ্য়োগকে সমর্থন করুক ৷ তবে, সরকারের এই উদ্য়োগকে সমর্থন না করলেও, মানুষকে অন্তত উস্কানি দিয়ে ভুল পথে চালিত যেন না করা হয় ৷ সব শেষে তিনি বলেন, দূষণ কোনও মানুষের মধ্য়ে ভেদাভেদ দেখে না ৷