পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা রোগীদের জন্য ‘দিল্লি কোরোনা’ অ্যাপ

রাজধানীর কোথায় কোথায় হাসপাতাল রয়েছে জানা যাবে অ্যাপের মাধ্যমে৷ দিল্লি সরকারের তরফে চালু করা হল ‘দিল্লি কোরোনা’ অ্যাপের৷ এদিন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অ্যাপের চালু করেন৷

Delhi government launches app for Coronavirus patients
কোরোনা রোগীদের জন্য ‘দিল্লি করোনা’ অ্যাপ দিল্লি সরকারের

By

Published : Jun 2, 2020, 3:42 PM IST


দিল্লি, 2জুন: দিল্লি সরকারের তরফে চালু করা হলদিল্লি কোরোনাঅ্যাপেরমঙ্গলবার এই অ্যাপ চালু করেন দিল্লিরমুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ দিল্লির সরকারি বেসরকারি হাসপাতালগুলোর ঠিকানা এইঅ্যাপের মাধ্যমে জানতে পারবেন সাধারণ মানুষ৷ অ্যাপের হেল্পলাইন নম্বরটি হল1031৷এমনকি হাসপাতালের কতগুলো বেড ফাঁকারয়েছে তাও এই অ্যাপের মাধ্যমে জানা যাবে৷

এদিনঅ্যাপ চালুর পর কেজরিওয়াল বলেন, ‘‘বর্তমানে হাসপাতালগুলোতে4100বেড খালি পড়ে রয়েছে৷ তা সত্ত্বেওমানুষ অভিযোগ করছেন হাসপাতালগুলোতে বেড নেই বলে৷ কোনও বিভ্রান্তি যাতে না তৈরি হয়সেই কারণেই এই অ্যাপ লঞ্চ করা হল৷’’

হাসপাতালেযদি কোনও রোগী বেড খালি না পান,তাহলে হেল্প লাইন নম্বরে ফোন করে সাহায্য নিতে পারেন৷দিল্লির মুখ্যমন্ত্রী এদিন বলেন,কোরোনা মোকাবিলায় রাজধানী প্রস্তুত৷ এমনকি ডাক্তার যদি কাউকেহোম কোয়ারানটাইনে যাওয়ার পরামর্শ দেন,তাহলে তা মেনে চলার পরামর্শও দেন তিনি৷পাশাপাশি তিনি জানান,কারওমধ্যে কোরোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তি হন৷

উল্লেখ্য,রাজধানী দিল্লিতে দিনের পর দিন কোরোনাআক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে৷ এপ্রসঙ্গে এদিন দিল্লির মুখ্যমন্ত্রী জানান, ‘‘দিল্লিতে কোরোনা ভাইরাসের সংখ্যাবাড়ছে৷ কিন্তু আমরা মোকাবিলায় প্রস্তুত৷ হাসপাতালে বেড, ICU,ভেন্টিলেশন তৈরি রাখা হয়েছে৷’’কোরোনা সংক্রমণ বাড়লেও ভয় না পাওয়ারপরামর্শ দেন তিনি৷ পরিবারের কেউ কোরোনা আক্রান্ত হলে পুরো পরিবারকেই মেডিক্যালসাপোর্ট দেওয়া হবে বলে জানান তিনি৷

ABOUT THE AUTHOR

...view details