দিল্লি, 12 মার্চ : রাজধানীর সমস্ত স্কুল, কলেজ ও সিনেমা হল 31 মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিল দিল্লি সরকার ৷ আজ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল একথা ঘোষণা করেন ৷ চলতি মাসের শুরুতে দিল্লির প্রাইমারি স্কুলগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ পরীক্ষার জন্য সেকেন্ডারি স্কুলগুলি খোলা ছিল ৷
কোরোনা আতঙ্কে দিল্লিতে 31 মার্চ পর্যন্ত বন্ধ সব স্কুল-কলেজ - দিল্লি
![কোরোনা আতঙ্কে দিল্লিতে 31 মার্চ পর্যন্ত বন্ধ সব স্কুল-কলেজ delhi government decides to close all schools and colleges to 31st march](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6383542-thumbnail-3x2-delhi.jpg)
17:02 March 12
কেরালার পরে দিল্লিতে সমস্ত স্কুল, কলেজ বন্ধ রাখার পরামর্শ দেয় প্রশাসন ৷ আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ‘‘কোরোনা ভাইরাস মহামারিতে পরিণত হয়েছে ৷ কোরোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে 31 মার্চ পর্যন্ত দিল্লির সমস্ত স্কুল, কলেজ ও সিনেমা হল বন্ধ রাখা হবে ৷’’
দেশে 73 জন কোরোনা আক্রান্ত ৷ কেরালায় সবথেকে বেশি 17 জন আক্রান্ত ৷ মহারাষ্ট্রে 10 জন ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব লভ আগারওয়াল আজ সাংবাদিক বৈঠক করে জানান, "কোরোনার প্রতিষেধক তৈরি এখনই সম্ভব নয় ৷ কমপক্ষে দেড় থেকে দু’বছর সময় লাগবে ৷"
সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব ৷