দিল্লি, 29 ফেব্রুয়ারি: প্রায় এক সপ্তাহ ধরে চলা হিংসার আবহের পর ধীরে ধীরে শান্ত হচ্ছে দিল্লির পরিবেশ ৷ বিগত তিনদিনে নতুন করে কোনও ঝামেলার খবর মেলেনি ৷ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনই তুলে নেওয়া হচ্ছে না 144 ধারা ৷ হিংসারোধে অভিযোগ জানানোর জন্য একটি বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর চালু করার ঘোষণা করা হল দিল্লি সরকারের তরফ থেকে ৷
দিল্লির হিংসায় এখনও পর্যন্ত 43 জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা 200-র বেশি ৷ উত্তেজনা ছড়ানো ও ভাঙচুর চালানোর অভিযোগে ইতিমধ্যে 400 জনকে আটক করেছে পুলিশ ৷ কাল স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে কারফিউ শিথিল করার ঘোষণা করা হয়েছিল ৷ আজ শিববিহার, মৌজপুর, জাফরাবাদ, গোকুলপুরী ও ব্রহ্মপুরী এলাকাতে দোকান খুলেছেন দোকানিরা ৷ চলছে পুলিশি টহল ৷ রাস্তা পরিষ্কারের কাজও শুরু হয়েছে কাল থেকে ৷ যাদের বাড়ি আগুনে পুড়ে গিয়েছে, তাদের আপাতত কমিউনিটি সেন্টারে থাকার ব্যবস্থা করা হয়েছে ৷