পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দেশের উন্নয়ন দিল্লির ভোটের ফলাফলের উপর নির্ভর করছে : মোদি - BJP campaign for Delhi Election 2020

8 ফেব্রুয়ারি দিল্লিতে ভোট । তার আগে প্রচারে BJP । প্রচার বক্তব্যে বারাবর উঠে আসছে শাহিনবাগ প্রসঙ্গ । আজ মোদিও তাঁর প্রচার বক্তব্যে বিতর্কের নিশানা বানালেন শাহিনবাগকেই ।

modi
মোদি

By

Published : Feb 4, 2020, 11:57 PM IST

দিল্লি, 4 ফেব্রুয়ারি : দিল্লিতে ভোটের প্রচারে কেজরিওয়ালের সরকারকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদি । বিতর্কের নিশানা বানালেন শাহিনবাগকে । দিল্লির নাগরিকদের উদ্দেশে মোদি বলেন, রাস্তা আটকানোর রাজনীতি দিল্লি চায় না । যে সরকার ভোটের জন্য তোষণ করবে না, সেই সরকারই চায় দিল্লি ।

8 ফেব্রুয়ারি দিল্লিতে ভোট । BJP-র প্রচারে বারাবর উঠে আসছে শাহিনবাগ প্রসঙ্গ । এর আগে শনিবার প্রচার সভায় যোগী আদিত্যনাথ বলেন, কেজরিওয়াল দিল্লির বাসিন্দাদের পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে পারেন না । অথচ, শাহিনবাগে আন্দোলনকারীদের বিরিয়ানি খাওয়াতে পারেন । BJP সন্ত্রাসবাদীদের গুলি খাওয়ায়, বিরিয়ানি না । মঙ্গলবার দ্বারকায় ভোটের প্রচারেও নরেন্দ্র মোদির লক্ষ্য ছিল সেই শাহিনবাগই ।

গতকালও মোদি শাহিনবাগ আন্দোলন প্রসঙ্গে বলেছিলেন, এই প্রতিবাদ নৈরাজ্যের উদাহরণ । পরিকল্পিতভাবে এই অবস্থান সভা চলছে । সীলামপুর, জামিয়া বা শাহিনবাগ যেখানেই নাগরিকপঞ্জি বিরোধী আন্দোলন হচ্ছে তা কি কাকতালীয়? তা নয় । বিষয়টি রাজনৈতিক । যদি শুধুই আইন বিষয়ক হত তবে সেই আন্দোলন এতদিনে শেষ হত ।"

আজ মোদির প্রচারে উঠে আসে দিল্লির উন্নয়ন প্রসঙ্গও । বলেন, "দিল্লির ভোট এই দশকের প্রথম ভোট হবে । ভারতের উন্নয়ন এই ভোটের ফলাফলের উপর নির্ভর করছে ।"

ABOUT THE AUTHOR

...view details