দিল্লি, 20 ডিসেম্বর : আজ উন্নাও ধর্ষণে সাজা ঘোষণা করা হল ৷ BJP প্রাক্তন বিধায়ক দোষী সাব্যস্ত কুলদীপ সিং সেঙ্গারকে দেওয়া হল যাবজ্জীবন কারাদণ্ড ৷ উত্তরপ্রদেশের উন্নাওয়ে 2017 সালে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন BJP বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে দোষী সাব্যস্ত করে দিল্লির এক আদালত । দুপুর 2টোয় কুলদীপের শাস্তি ঘোষণা করা হয় দিল্লির তিস হাজারি আদালতে ৷ তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে ৷ 25 লক্ষ টাকা ক্ষতিপূরণও দিতে হবে সেঙ্গারকে ৷
গত মঙ্গলবার জেলা আদালতের বিচারক ধর্মেশ শর্মা শুক্রবার পর্যন্ত শুনানি স্থগিতের নির্দেশ দিয়েছিলেন ৷ CBI-এর তরফে বহিষ্কৃত BJP বিধায়কের যাবজ্জীবন শুনানি চাওয়া হয়েছে ৷ সিস্টেমের বিরুদ্ধে লড়ে যাওয়া এক নির্যাতিতার বিচার বলে উল্লেখ করা হয়েছে CBI-এর তরফে ৷
সর্বোচ্চ শাস্তি হিসেবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে যাবজ্জীবন কারাদণ্ড চাওয়া হয়েছে ৷ বলা হয়েছে, অসহায় নির্যাতিতার আর্তির কথাই যেন আদালত মনে রাখে ৷ নির্যাতিতার আর্থিক ক্ষতিপূরণের কথাও বলা হয়েছে CBI-র কাউন্সেলের তরফে ৷ সেঙ্গারের তরফে কাউন্সেল তনভির আহমেদ মিরের বক্তব্য, 10 বছরের বেশি কারাদণ্ড যেন সেঙ্গারকে না দেওয়া হয়, কারণ সেঙ্গারের রাজনৈতিক জীবন কালিমাহীন ৷ পূর্ববর্তী কোনও অপরাধের পরিসংখ্যান নেই ৷