দিল্লি, 24 জুলাই : দিল্লির একটি আদালত আজ ইন্দোনেশিয়া, কিরগিজ়স্তান ও দক্ষিণ আফ্রিকা থেকে আসা মোট 53 জনকে জরিমানার বদলে অবাধ বিচরণের অনুমতি দিয়েছে। এরা সকলে তাবলিঘি জামাতের অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় লকডাউনের বিভিন্ন সরকারি নিয়ম লঙ্ঘন করেছিলেন।
তাবলিঘি মামলা: দিল্লির আদালত আরও 53 জন বিদেশিকে জরিমানা দেওয়ার বিনিময়ে ছেড়ে দিল
দিল্লির একটি আদালত আজ তাবলিঘি জামাত অংশ নেওয়া 53 জন বিদেশিকে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানার বিনিময়ে অবাধ বিচরণের অনুমতি দিলেন । এর ফলে এখনও পর্যন্ত মোট 908 বিদেশি জরিমানার বিনিময়ে ছাড়া পেলেন।
দোষীদের পক্ষে সওয়াল করা অ্যাডভোকেট আশিমা মন্ডলা, ফাহিম খান এবং আহমেদ খানরা জানান, “মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অর্চনা বেনিওয়াল আজ 40 জন ইন্দোনেশিয়ান, 12 জন কিরগিজ় এবং একজন দক্ষিণ আফ্রিকানকে 5000 টাকা জরিমানার বিনিময়ে অবাধ বিচরণের অনুমতি দিয়েছেন। ”
এই মামলার অভিযোগকারী ছিলেন প্রতিরক্ষা কলোনির মহকুমা ম্যাজিস্ট্রেট, লাজপত নগরের সহকারী পুলিশ কমিশনার ও নিজামউদ্দিনের পরিদর্শক । তারও এই 53 জন দোষীদের জরিমানা দেওয়া পর ছেড়ে দেওয়ার বিষয়ে মত দিয়েছেন। এখন পর্যন্ত 908 জন বিদেশিকে বিভিন্ন জরিমানার বিনিময়ে অবাধ বিচরণের অনুমতি পেয়েছে। 46 জন বিদেশি নাগরিক শাস্তি কমানোর দরকষাকষি প্রক্রিয়াতে আছেন । মামলা দরকষাকষির আওতায় আসামীরা কম শাস্তির জন্য প্রার্থনা করতে পারেন । আদালত এর আগে এদের প্রত্যেককে 10,000 টাকা করে ব্যক্তিগত জামিনে জামিন দিয়েছিল।