পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jun 19, 2020, 1:22 PM IST

ETV Bharat / bharat

একদিনে 20 হাজার কোরোনা পরীক্ষা দিল্লিতে

গতকাল দিল্লিতে প্রায় 20 হাজার কোরোনা পরীক্ষা করা হয়েছে । যা দেশের মধ্যে সর্বাধিক ।

ছবি
ছবি

দিল্লি, 19 জুন : দিল্লিতে ক্রমশ বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । গতকাল সেখানে প্রায় 20 হাজার নমুনা পরীক্ষা করা হয় । যা দেশের মধ্যে সর্বাধিক ।

এই বিষয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটারে লিখেছেন, "আগামীদিনে পরীক্ষার সংখ্যা আরও বাড়ানো হবে । এরপর থেকে কোরোনা পরীক্ষা করতে দিল্লিবাসীর আর কোনও সমস্যা হবে না ।" কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পেশ করা রিপোর্ট অনুযায়ী দিল্লিতে কোরানা আক্রান্তের সংখ্যা 49 হাজার 999 । এর মধ্যে 1 হাজার 999 জনের মৃত্যু হয়েছে ।

একই সঙ্গে জানানো হয়েছে, আজ গোটা দেশে 13 হাজার 586 জন নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন । গত 24 ঘণ্টায় 336 জনের মৃত্যু হয়েছে । মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 3 লাখ 80 হাজার 532 । তার মধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা 1 লাখ 63 হাজার 248 । সুস্থ হয়ে উঠেছেন 2 লাখ 8 হাজার 711 জন । মৃত্যু হয়েছে 12 হাজার 573 জনের ।

ABOUT THE AUTHOR

...view details