পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সিঙ্ঘু সীমান্তে কৃষকদের সঙ্গে দেখা করলেন কেজরি - Arvind Kejriwal meets protesting farmers

সরকারের সঙ্গে কৃষকদের প্রতিনিধিদের একাধিকবার বৈঠক হয়েছে । কিন্তু এখনও পর্যন্ত কোনও সমাধান সূত্র মেলেনি । এই পরিস্থিতিতে আগামী মঙ্গলবার ভারত বনধের ডাক দিয়েছেন আন্দোলনরত কৃষকরা । তার আগে বিক্ষোভস্থানে গিয়ে কৃষকদের সঙ্গে দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল । পাশাপাশি , কৃষকদের জন্য কী কী ব্যবস্থা নিয়েছেন তাও খতিয়ে দেখবেন তিনি ।

Arvind Kejriwal
অরবিন্দ কেজরিওয়াল

By

Published : Dec 7, 2020, 11:17 AM IST

দিল্লি , 7 ডিসেম্বর : কৃষি আইন বাতিলের দাবিতে আগামীকাল ভারত বনধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি । কৃষকদের এই আন্দোলন ও বনধকে সমর্থন জানিয়েছে 11টি রাজনৈতিক দল । এর মধ্যে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিও । আর এই বনধের সমর্থনে আজ দিল্লি-হরিয়ানা সীমান্তে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । তিনি ইতিমধ্যেই সিঙ্ঘু সীমান্তে পৌঁছেছেন ।

সিঙ্ঘু সীমান্তে কৃষক বিক্ষোভ অব্যাহত । এই নিয়ে আজ 12 দিনে পড়ল কৃষক আন্দোলন । আগামীকাল তারা ভারত বনধের ডাক দিয়েছে । তার আগে বিক্ষোভস্থানে গিয়ে কৃষকদের সঙ্গে দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল । পাশাপাশি , কৃষকদের জন্য কী কী ব্যবস্থা নিয়েছেন তাও খতিয়ে দেখবেন তিনি ।

কেজরিওয়াল টুইট করে জানিয়েছিলেন , আম আদমি পার্টি কৃষকদের ডাকা ভারত বনধ-কে পুরোপুরি সমর্থন করে । সারাদেশের আপ কর্মীরা এটিকে শান্তিপূর্ণভাবে সমর্থন করবেন । দেশবাসীর কাছে আবেদন যে, প্রত্যেকে কৃষকদের সমর্থন করুন এবং এতে অংশ নিন ।

আরও পড়ুন , আজ কৃষকদের সঙ্গে আলোচনায় বসতে চায় কেন্দ্র

কৃষি আইনের বিরোধিতায় হাজার হাজার কৃষক সিঙ্ঘু সীমান্ত ও টিকরি সীমান্তে জমায়েত করেছেন । কৃষকদের বিক্ষোভ চলাকালীন অমিত শাহ জানিয়েছিলেন, , সরকার নির্ধারিত স্থানে গিয়ে আন্দোলন করলে কৃষকদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র । কিন্তু তাঁর এই প্রস্তাব খারিজ করে দেয় কৃষক সংগঠনগুলি । বিক্ষোভ জারি রাখে তারা ।

এরপর সরকারের সঙ্গে কৃষকদের প্রতিনিধিদের একাধিকবার বৈঠক হয়েছে । কিন্তু এখনও পর্যন্ত কোনও সমাধান সূত্র মেলেনি । কৃষক সংগঠনের তরফে বলা হয়েছে, সরকারের সঙ্গে তাদের আলোচনায় তারা তিনটি আইন-ই প্রত্যাহারের দাবি জানিয়েছে ৷ কিন্তু সরকার আইন সংশোধনের প্রস্তাব দিয়েছে । কিন্তু তা মানতে নারাজ কৃষকরা । এই পরিস্থিতিতে আগামী মঙ্গলবার ভারত বনধের ডাক দিয়েছেন আন্দোলনরত কৃষকরা । তাঁদের আন্দোলন ও বনধকে সমর্থন জানিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

বনধের অংশ হিসেবে হাইওয়ে টোল গেটগুলিতে অবরোধ করবেন কৃষকরা ৷ সরকারকে কোনও প্রকার টোল আদায় করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তাঁরা ৷

ABOUT THE AUTHOR

...view details