দিল্লি, 7 জুন : স্বাস্থ্য পরিকাঠামো সংক্রান্ত রিপোর্ট নিয়ে দিল্লি মন্ত্রিসভার বৈঠক । পাঁচজন চিকিৎসক নিয়ে গঠিত একটি কমিটি শনিবার দিল্লি সরকারকে একটি রিপোর্ট জমা দেয় । যেখানে বলা হয়েছিল, রাজধানীর স্বাস্থ্য পরিকাঠামো কেবল দিল্লিবাসীর জন্য ব্যবহার করা উচিত ।
চিকিৎসক কমিটির দাবি মেনেই সিদ্ধান্ত দিল্লি সরকারের । দিল্লির সরকারি হাসপাতালে কেবলমাত্র দিল্লিবাসীর চিকিৎসা করা হবে ৷ কেন্দ্রীয় সরকারের যে সমস্ত হাসপাতাল দিল্লিতে রয়েছে সেখানে যে কেউ চিকিৎসার জন্য যেতে পারেন ৷ অন্যদিকে, দিল্লির বেসরকারি হাসপাতালগুলিও দিল্লির বাসিন্দাদের জন্য সংরক্ষিত থাকবে ৷ তবে কিছু বেসরকারি হাসপাতাল রয়েছে যেখানে স্পেশাল সার্জারির জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন ৷ সেগুলি জনসাধারণের জন্য খোলা থাকবে ৷ আজকের বৈঠকে জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷