পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লিতে VAT কমল ডিজ়েলের , দাম হল লিটারে 73.64 টাকা

রাজধানীতে কমল ডিজ়েলের দাম ৷ প্রতি লিটারে 8.36 টাকা কমে দাম হল 73.64 টাকা ৷

Delhi Cabinet has decided to reduce VAT on diesel
দিল্লিতে কমল ডিজ়েলে VAT , দাম হল লিটারে 73.64 টাকা

By

Published : Jul 30, 2020, 3:29 PM IST

দিল্লি, 30 জুলাই : রাজধানীতে ডিজ়েলের দাম কমাল দিল্লি সরকার ৷ প্রতি লিটারে কমল 8.36 টাকা ৷ দিল্লিতে ডিজ়েলের দাম ছিল প্রতি লিটারে 82 টাকা ৷ সেই দাম কমে হল 73.64 টাকা ৷ আজ একটি সাংবাদিক বৈঠক করে একথা জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷

এর আগে ডিজ়েলে VAT ট্যাক্স ছিল 30 শতাংশ ৷ তা কমিয়ে 16.75 শতাংশ করে দিল্লি সরকার ৷ ডিজ়েলের উপর ট্যাক্স কমাতেই কমল দাম ৷ ভ্যালু অ্যাডেড ট্যাক্সের উপর ভিত্তি করে রাজ্যগুলিতে পরিবর্তিত হয় পেট্রল - ডিজ়েলের দাম ৷ এছাড়াও দেশীয় তেল সংস্থাগুলি আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দাম ও টাকার রেট দেখে তেলের দাম পরিবর্তন করে ৷

ডিজ়েলের দাম কমলেও একই রয়েছে পেট্রলের দাম ৷ দিল্লিতে পেট্রলের দাম প্রতি লিটারে 81.94 টাকা ৷ রাজধানীতে কমলেও দেশের অন্যান্য মেট্রো শহরগুলিতে একই রয়েছে ডিজ়েলের দাম ৷ কলকাতায় প্রতি লিটারে পেট্রলের দাম 82.10 টাকা ৷ প্রতি লিটারে ডিজ়েলের দাম 77.04 টাকা ৷ মুম্বইয়ে প্রতি লিটারে পেট্রলের দাম 87.19 টাকা ৷ প্রতি লিটারে ডিজ়েলের দাম 80.11 টাকা ৷ চেন্নাইয়ে প্রতি লিটারে পেট্রলের দাম 83.63 টাকা ৷ ডিজ়েলের দাম 78.86 টাকা ৷

ABOUT THE AUTHOR

...view details