পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লির সীমান্ত বন্ধ সাত দিন, উঠল অটো ও ই-রিক্সার উপর থেকে নিষেধাজ্ঞা - essential services

কোরোনা মোকাবিলায় এবারে রাজধানী দিল্লির বর্ডার এলাকাগুলো সিল করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ এক সপ্তাহের জন্য সিল করার নির্দেশ দিয়েছেন তিনি৷ শুধুমাত্র জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড়া হয়েছে৷

delhi-borders-sealed-for-one-week-only-essential-services-allowed
রাজধানীর সীমান্ত 7 দিনের জন্য সিল করার নির্দেশ কেজরীওয়ালের

By

Published : Jun 1, 2020, 4:31 PM IST

দিল্লির সীমান্তবন্ধ সাত দিন, উঠল অটো ও ই-রিক্সার উপর থেকে নিষেধাজ্ঞা

নিউ দিল্লি, 1 জুনঃ কোরোনা মোকাবিলায় রাজধানীর সীমান্ত সিল করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ অপরদিকে, অটো, ই-রিক্সায় যাত্রী তোলার নিয়ম প্রত্যাহার করা হয়৷ সেলুন খোলার অনুমতি দিলেও স্পা গুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী৷ উল্লেখ্য, এক সপ্তাহের জন্য সীমান্ত সিলের নির্দেশ দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল৷ তবে, ছাড় দেওয়া হয়েছে জরুরি পরিষেবার ক্ষেত্রে৷

এপ্রসঙ্গে অরবিন্দ কেজরিওয়াল জানান, "দিল্লির বর্ডার এক সপ্তাহের জন্য সিল করে দেওয়া হবে৷ শুধুমাত্র জুরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের ছাড় দেওয়া হবে৷ জনগণের পরামর্শমতো একসপ্তাহ পরে সীমানা খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷"

অটো ই-রিক্সা প্রসঙ্গে তিনি বলেন, "অটো, ই-রিক্সাতে আগে নির্দিষ্ট নিয়ম মেনে যাত্রী নেওয়া হতো৷ কিন্তু এখন, সেই নিয়ম প্রত্যাহার করা হলো৷"

অপরদিকে, সেলুন খোলা গেলেও স্পা গুলো বন্ধ রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি তিনি বলেন, "মার্কেটে দোকান খোলার বিষয়ে আমরা অড-ইভেন্ট চালু করেছিলাম৷ কিন্তু কেন্দ্র সরকারের তরফে এমন কোনও নির্দেশিকা না মেলায় সব দোকান খোলার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে৷"

পাশাপাশি তিনি জানান, "জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ছাড়া কাউকে রাত 9টা থেকে সকাল 5টা পর্যন্ত ঘর থেকে না বেরোনর নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার৷ দিল্লি সরকারও এমনই নির্দেশ দিয়েছে৷ এমনকি গাড়িতে চালক ছাড়া 2 জনের বেশি না ওঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল৷ কিন্তু, কেন্দ্র সরকারের তরফে এমন কোনও নির্দেশিক না থাকায় সেই সিদ্ধান্ত আমরা প্রত্যাহার করে নিয়েছি৷" রাজধানীতে শিল্প-কারখানা গুলো খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

ABOUT THE AUTHOR

...view details