পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দূষণে নাজেহাল দিল্লি, পরিস্থিতি গুরুতর - SAFAR

রাজ্যের রাজধানী ও দূষণপ্রবণ এলাকা গুলিতে বায়ু দূষণের ঝুঁকি মোকাবিলায় পথে নেমেছে সিসটেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ (SAFAR) ৷ আজ সকাল সাড়ে আটটা নাগাদ দিল্লির ধীরপুরে AQI ছিল 313 ও মথুরা রোডে ছিল 306 ৷ যা 'অত্যন্ত খারাপ' বিভাগের মধ্যে পড়ে ৷ তবে আশা করা যায় আগামীকাল গুণগত মানের সূচক 'খারাপ' থেকে 'মাঝারি' হতে পারে ৷

"খারাপ" দিল্লির আকাশ

By

Published : Oct 13, 2019, 4:12 PM IST

দিল্লি, 13 অক্টোবর : দূষণে নাজেহাল রাজধানী ৷ বায়ুদূষণের গুণগত মান পর্যবেক্ষণের আজ চতুর্থ দিন ৷ রাজ্যের রাজধানী ও দূষণপ্রবণ এলাকা গুলিতে বায়ু দূষণের ঝুঁকি মোকাবিলায় পথে নেমেছে সিসটেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ (SAFAR) ৷

আজ তার চারদিন পরও দিল্লিতে বাতাসের গুণগত মানের কোনও পরিবর্তন হল না । বায়ুর গুণগত মানের সূচক অর্থাৎ এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) অনুযায়ী বাতাসের গুণগত মানের সূচক দাঁড়িয়েছে 266 - তে । বেশ কয়েকটি জায়গায় যার পরিমাণ আরও বেশি । তবে আশা করা যায় আগামীকাল গুণগত মানের সূচক 'খারাপ' থেকে 'মাঝারি' হতে পারে ৷ এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) অনুযায়ী, 0-50 এর মধ্যের AQI 'ভাল' , 51-100 'সন্তোষজনক' , 101-200 'মাঝারি' , 201-300 'খারাপ' , 301-400 'খুব খারাপ' , এবং 401-500 'মারাত্মক' / 'বিপজ্জনক' বিভাগের আওতায় চিহ্নিত করা হয় ৷

আজ সকাল সাড়ে আটটা নাগাদ দিল্লির ধীরপুরে AQI ছিল 313 ও মথুরা রোডে ছিল 306 ৷ যা 'অত্যন্ত খারাপ' বিভাগের মধ্যে পড়ে ৷ পুসাতে সূচক 245 , দিল্লি বিমানবন্দর টার্মিনাল 3-এ 290 এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী জায়গায় 300 ছিল ৷ সংস্থাটি স্থানীয়দের কাশি বা শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে হাঁপানি রোগীদের ওষুধ প্রস্তুত রাখার ও হৃদরোগীদের অস্বাভাবিক ক্লান্তির লক্ষণ দেখলে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছে ৷

১৫ ই অক্টোবর থেকে বায়ু দূষণের ঝুঁকি মোকাবেলায় পদক্ষেপগুলি দিল্লি ও তার আশেপাশের গুরুগ্রাম, নয়ডা, গাজিয়াবাদ ও ফরিদাবাদ অঞ্চলে গ্রেড রেসপন্স অ্যাকশন পরিকল্পনার অংশ হিসাবে কার্যকর হবে ৷ যা 2017 সালে দিল্লি-NCR-এ প্রয়োগ করা হয়েছিল ৷

ABOUT THE AUTHOR

...view details