দিল্লি, 13 অক্টোবর : দূষণে নাজেহাল রাজধানী ৷ বায়ুদূষণের গুণগত মান পর্যবেক্ষণের আজ চতুর্থ দিন ৷ রাজ্যের রাজধানী ও দূষণপ্রবণ এলাকা গুলিতে বায়ু দূষণের ঝুঁকি মোকাবিলায় পথে নেমেছে সিসটেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ (SAFAR) ৷
আজ তার চারদিন পরও দিল্লিতে বাতাসের গুণগত মানের কোনও পরিবর্তন হল না । বায়ুর গুণগত মানের সূচক অর্থাৎ এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) অনুযায়ী বাতাসের গুণগত মানের সূচক দাঁড়িয়েছে 266 - তে । বেশ কয়েকটি জায়গায় যার পরিমাণ আরও বেশি । তবে আশা করা যায় আগামীকাল গুণগত মানের সূচক 'খারাপ' থেকে 'মাঝারি' হতে পারে ৷ এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) অনুযায়ী, 0-50 এর মধ্যের AQI 'ভাল' , 51-100 'সন্তোষজনক' , 101-200 'মাঝারি' , 201-300 'খারাপ' , 301-400 'খুব খারাপ' , এবং 401-500 'মারাত্মক' / 'বিপজ্জনক' বিভাগের আওতায় চিহ্নিত করা হয় ৷