দিল্লি, 14 মার্চ : বিশ্বজুড়ে বাড়ছে কোরোনা আতঙ্ক ৷ প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ ৷ চিন ছাড়াও ইতালি ও স্পেনে ছড়িয়েছে মারণ ভাইরাসের থাবা ৷ ভাইরাসের সংক্রমণ নিয়ে ছড়াচ্ছে নানা গুজব ৷ এই প্রসঙ্গেই মন্তব্য করলেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের (AIIMS) অধিকর্তা রণদীপ গুলেরিয়া ৷ বললেন, ''মৃতদেহ থেকে কখনওই এই ভাইরাসের সংক্রমণ ছড়ায় না ৷ ''
মৃতদেহ থেকে ছড়ায় না কোরোনা, মন্তব্য AIIMS অধিকর্তার - effect of corona
কোরোনা আক্রান্তের মৃতদেহ সৎকারে সংক্রমণের কোনও সম্ভাবনা নেই ৷
![মৃতদেহ থেকে ছড়ায় না কোরোনা, মন্তব্য AIIMS অধিকর্তার মৃতদেহ থেকে ছড়ায় না কোরোনা, মন্তব্য AIIMS অধিকর্তার](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6408118-201-6408118-1584184402963.jpg)
AIIMS-এর অধিকর্তা নিশ্চিত করেন, হাঁচি-কাশি অর্থাৎ রেসপিরেটরি সিক্রিশন থেকে এই ভাইরাসের সংক্রমণ ছড়ায় ৷ কাশি (কাফিং) এই রোগের অন্যতম উপসর্গ৷ এটি সবচেয়ে জরুরি একটি লক্ষণ ৷ কাজেই ভাইরাস সংক্রমণে কারও মৃত্যু হলে সেই দেহ শেষকৃত্যের সময় বিন্দুমাত্র ঝুঁকি নেই ৷
দিল্লিতে কোরোনা আক্রান্তের সংখ্যা 7 ৷ বিশ্বজুড়ে COVID-19 বা কোরোনা ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা প্রায় পাঁচ হাজারে পৌঁছেছে ৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, কোরোনার জেরে বিশ্বে 4,958 জনের মৃত্যু হয়েছে ৷ আক্রান্তের পরিমাণ প্রায় দেড় লাখ পেরিয়ে গিয়েছে ৷