দিল্লি, 21 জুন : প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত-চিন উত্তেজনার মাঝে চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনেরাল বিপিন রাওয়াতের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । ওই বৈঠকে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনেরাল এম এম নারাভানে, নৌসেনা প্রধান অ্যাডমিরাল পরমবীর সিং এবং বায়ুসেনা প্রধান মার্শাল আর কে এস ভাদুড়িয়া । আগামীকাল রাশিয়া সফরে যাবেন রাজনাথ । তার আগে আজ এই বৈঠক করেন ।
চিনের আগ্রাসনের জবাব দিতে সেনাকে পূর্ণ স্বাধীনতা : সূত্র - Bipin rawat
চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনেরাল বিপিন রাওয়াতের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । ওই বৈঠক থেকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) বরাবর চিনের আগ্রাসনের জবাব দিতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর ।
সূত্রের খবর, ওই বৈঠকে চিনের আগ্রাসনের জবাব দিতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে । পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সাড়ে তিন হাজার কিলোমিটার জুড়ে সশস্ত্র সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে । কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী তিন বাহিনীর প্রধানকে ভারত-চিন সীমান্ত বরাবর কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন । স্থলপথ, আকাশপথ ও সমুদ্রপথে চিনের গতিবিধি সম্পর্কে যেন কড়া নজর দেওয়া হয় তা নিশ্চিত করতে বলেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী । বলা হয়েছে, প্রয়োজনে ভারতীয় সেনা যেন কড়া জবাব দেয় চিনকে ।
গত ছয় সপ্তাহ ধরে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও চিনা সেনার মধ্যে সামরিক উত্তেজনা চলছে । 15 জুন গালওয়ান ভ্যালিতে দু'পক্ষের মধ্যে লড়াইয়ে 20 জন ভারতীয় সেনা শহিদ হয়েছেন এবং 76 জন আহত হয়েছেন । ভারত-চিন উত্তেজনার মাঝে বেশ কিছু সামরিক বৈঠক হয়েছে । চিনের চোখরাঙানি মেনে নেওয়া হবে না বলে কড়া ভাষায় জানায় কেন্দ্র ।