দিল্লি, 21 অগাস্ট : আগামী মাসের 20 তারিখ ভারত হাতে পেতে চলেছে রাফাল যুদ্ধবিমান । প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া দাঁসো অ্যাভিয়েশনের তৈরি প্রথম রাফাল যুদ্ধবিমান গ্রহণ করবেন । এ জন্য ফ্রান্স যাচ্ছেন তাঁরা ।
সেপ্টেম্বরেই হাতে আসছে, রাফাল আনতে ফ্রান্স যাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী
আগামী মাসের 20 তারিখ ভারত হাতে পেতে চলেছে রাফাল যুদ্ধবিমান । প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া দাঁসো অ্যাভিয়েশনের তৈরি প্রথম রাফাল যুদ্ধবিমান গ্রহণ করবেন ।
প্রতিরক্ষা মন্ত্রকের আদিকারিকরা সংবাদসংস্থা ANI-কে জানিয়েছেন, “পরিকল্পনা অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে একটি ভারতীয় দলকে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে রাফাল বিমান গ্রহণের জন্য পাঠানো হচ্ছএ ।" ফ্রান্স থেকে 36টি রাফালে যুদ্ধ বিমান কিনছে ভারত । যা প্রথম দফার সরবরাহ করা হবে সেপ্টেম্বরে । প্রতিরক্ষা ও বায়ুসেনা প্রধান দাঁসো অ্যাভিয়েশনের প্ল্যান্ট থেকে রাফাল হাতে পাবেন ।
প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকরা জানান, ফ্রান্সের বিমান বাহিনীতে যে রাফাল আছে তার থেকে ভারতের জন্য তৈরি রাফাল উন্নত । সে কারণেই আগামী বছরের মে মাস পর্যন্ত ভারতের পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হবে । দাঁসোর তৈরি রাফাল উপ মহাদেশে ব্যবহারের লক্ষ্যে অস্ত্রে সজ্জিত করা হয়েছে । রাফাল যুদ্ধ বিমানের এক স্কয়্যাড্রন (18টি) থাকবে হরিয়ানার আম্বালায় । আরেকটি থাকবে এ রাজ্যের হাশিমারায় ।