দিল্লি, 1 ফেব্রুয়ারি : প্রতিরক্ষাখাতে বরাদ্দ অর্থের পরিমাণ ছয় শতাংশ বৃদ্ধির প্রস্তাব রাখল কেন্দ্রীয় সরকার ৷ আজ কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, তিন লাখ 37 হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হল প্রতিরক্ষাখাতে৷
কেন্দ্রে BJP ক্ষমতায় আসার পরই প্রতিরক্ষাকে ঢেলে সাজানোর কথা বলা হয়েছিল৷ সেই মতো আগামী অর্থবর্ষে প্রতিরক্ষাখাতে বরাদ্দ প্রায় ছয় শতাংশ বাড়ানো হয়েছে৷ 2019-2020 আর্থিক বর্ষে প্রতিরক্ষাখাতে বরাদ্দ ছিল তিন লাখ 18 হাজার কোটি টাকা৷ এবারের বাজেটে তা বাড়িয়ে তিন লাখ 37 হাজার কোটি টাকা করা হয়েছে৷ পেনশনের জন্য বরাদ্দ অর্থ যোগ করা হলে মোট পরিমাণ হবে চার লাখ সাত হাজার কোটি টাকা৷