দিল্লি , 23 সেপ্টেম্বর : মহারাষ্ট্রের পালঘরে দুই সাধু ও ড্রাইভারকে পিটিয়ে মারার ঘটনা সম্পর্কিত শো সম্প্রচারের জন্য একটি মিডিয়া হাউজ়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ৷ এবার এই বিষয়ে আজ কেন্দ্রকে দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট ৷ বিচারপতি নবীন চাওলা তথ্য ও সম্প্রচার মন্ত্রককে নির্দেশ দিয়েছেন , আবেদনকারীর অভিযোগের বিষয়টি বিবেচনা করতে হবে এবং দুই সপ্তাহের মধ্যেই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে ।
পালঘর : মিডিয়া হাউজ়ের বিরুদ্ধে শো সম্প্রচারের অভিযোগে কেন্দ্রকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ হাইকোর্টের
বিচারপতি নবীন চাওলা তথ্য ও সম্প্রচার মন্ত্রককে নির্দেশ দিয়েছেন , আবেদনকারীর অভিযোগের বিষয়টি বিবেচনা করতে হবে এবং দুই সপ্তাহের মধ্যেই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে ।
16 এপ্রিল রাতে মুম্বইয়ের কান্দিভালি থেকে পালঘরের ভেতরের রাস্তা দিয়ে গুজরাত যাওয়ার পথে চোর সন্দেহে তিন সাধুকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে গাড়চিঞ্চলে গ্রামের স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে । অভিযোগ, পালঘরের দাদরা ও নগর হাভেলি সীমান্তের গাঢ়চিনচাল গ্রামে চোর ঢোকার গুজব ছড়িয়ে পড়ে । চোর সন্দেহে তিন সাধুকে লাঠি ও রড দিয়ে মারধর করা হয় । এই সংক্রান্ত একটি শো সম্প্রচার করে একটি মিডিয়া হাউজ় ৷ সেক্ষেত্রে , এই শো-টি সাম্প্রদায়িক সংঘাতের দৃষ্টিভঙ্গি প্রচারের চেষ্টা করছে বলে 5 মে একটি পিটিশ দাখিল করেন আইনজীবী অমরিশ পাণ্ডে ৷ আরও দাবি করা হয় , "এটি হিংসাকে উসকে দেওয়ার উদ্দেশ্যে প্রচার করা হয়েছিল ৷ "
আইনজীবী জোবি পি ভার্গিজের মাধ্যমে দায়ের করা আবেদনে বলা হয়েছে , এই ঘটনাগুলি সম্পর্কিত অনুষ্ঠানগুলি কেবল টেলিভিশন বিধানের অধীন নির্ধারিত প্রোগ্রাম কোডের বিধিগুলি লঙ্ঘন করেছিল। এতে আরও দাবি করা হয়েছে যে , লঙ্ঘন সত্ত্বেও মন্ত্রণালয় কোনও পদক্ষেপ করেনি । পান্ডে এই মিডিয়া হাউজ়ের লাইসেন্স বাতিলের অভিযোগের বিষয়ে মন্ত্রণালয় আজ অবধি কোনও পদক্ষেপ করেনি ৷ এবার এই বিষয়ে কেন্দ্রের সিদ্ধান্ত কী , তা দুই সপ্তাহের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট ৷