অর্থনীতির একদশক - pnb scam
সারদা রোজ়ভ্যালি থেকে নীরব মোদি । 2014 সালে সরকারে বদল । GST, নোটবাতিলের সিদ্ধান্ত । পাশাপাশি GDP -র হার । একনজরে দশকের অর্থনীতি ।
ছবি
নোটবাতিল থেকে GST কিংবা GDP-র হার । দশকজুড়ে ভারতীয় অর্থনীতির একঝলক ।
- 2019 সাল । এই বছরের অর্থনীতিকে সবচেয়ে বড় ধাক্কা দেয় GDP ৷ 2018-19 অর্থবর্ষে জানুয়ারি মার্চে GDP-র পরিমাণ কমে 5.8 শতাংশ । 2017-18 অর্থবর্ষে ছিল 8.1 শতাংশ । চলতি অর্থবর্ষে এপ্রিল-জুনে 5 শতাংশ ৷ এরপর সেপ্টেম্বরে 4.5 শতাংশ হয় ।
- 2018 সাল । পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) -র বিরুদ্ধে প্রায় 12 হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগ ওঠে । নাম জড়ায় মেহুল চোক্সি ও নীরব মোদির । পরে তাঁদের বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে CBI- র বিশেষ আদালত ।
- সেবছর 29 নভেম্বর সংসদের উদ্দেশ্যে মিছিল কৃষকদের ৷ উৎপাদিত কৃষিপণ্য বেশি দামে বিক্রির দাবিতে এই মিছিল করে কৃষিজীবীরা । মোদি সরকারের প্রতি অসন্তুষ্ট ছিল কৃষকরা । যার প্রভাব পড়ে ছত্তিশগড়, রাজস্থান ও মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে ।
- 2017 সালে বিট কয়েনের সর্বোচ্চ দাম বাড়ে । সেবছর ডিসেম্বরে বিট কয়েনের মূল্য ছিল 19,783 ডলার ।
- 2016 সালের 8 নভেম্বর । নোটবাতিল । দেশজুড়ে 500 ও 1000 টাকার নোটকে বাতিল হিসেবে ঘোষণা করা হয় । তার পরবর্তী ঘটনা সবার জানা । ATM-র লম্বা লাইন থেকে শুরু করে টাকা তোলা ও জমা করার ক্ষেত্রে রিজ়ার্ভ ব্যাঙ্কের একাধিক নিয়ম চালু হয় ।
- বিজয় মালিয়া । 9000 কোটি টাকা ব্যাঙ্কের ঋণ প্রতারণা মামলায় নাম জড়ানোর পর থেকেই তিনি দেশ ছাড়া। 2016 সালে ভারত থেকে চলে যান। তার পর থেকে ব্রিটেনেই রয়েছেন । 2017 সালের 3 অক্টোবর লন্ডনে একবার গ্রেপ্তার হন । পরে ছাড়াও পান । 2016 সালে 2 মে রাজ্যসভা থেকে ইস্তফা দেন তিনি ।
- সেবছর 4 অগাস্ট গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বিল (GST) আইনে পরিণত হয় । সেবছর নভেম্বরেই কেন্দ্রীয় সরকারের তরফে মানিটারি পলিসি কমিটি গঠন করা হয় । সেবছর 4 সেপ্টেম্বরে RBI-র গভর্নর হন উর্জিত প্যাটেল ।
- 2015 সাল । এবছরই অগাস্টে বন্ধন ব্যাঙ্ক চালু হয় । লক্ষ্য ছিল প্রত্যন্ত এলাকায় ব্যাঙ্ক পরিষেবা পৌঁছে দেওয়া । 9 এপ্রিল মুদ্রা ব্যাঙ্ক চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ছোটো ব্যবসায় ঋণ দেওয়া ও রোজগার দেওয়া ছিল এই ব্যাঙ্কের লক্ষ্য । পাশাপাশি প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, অটল পেনশন যোজনাসহ একাধিক প্রকল্পের সূচনা হয় । এবছর 1 জানুয়ারি প্ল্যানিং কমিশনের জায়গায় গঠিত হয় নীতি আয়োগ ।
- সেবছর 26 মার্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেপ্তার করে রোজ়ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে । রাজ্যের সবচেয়ে বড় অর্থলগ্নি সংস্থা ছিল এই রোজ়ভ্যালি । যার অধীনে প্রায় 29টি সংস্থা ছিল । বাজার থেকে টাকা সংগ্রহের পর সেই সংস্থাগুলির মধ্যেই টাকা ঘোরানো হত । পাশাপাশি, সিনেমা প্রযোজনার ব্যবসাও ছিল গৌতম কুণ্ডুর ।
- 2014 সালে কেন্দ্রে BJP ক্ষমতায় আসে । অর্থমন্ত্রী হন অরুণ জেটলি । রদবদল আসে অর্থনীতিতে । রোজ়ভ্যালির বিরুদ্ধে প্রিভেনশন অব মানি লন্ডারিং আইনে তদন্ত শুরু হয় । তদন্তে নামে ED । তাদের বিরুদ্ধে 15 হাজার কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ ওঠে । যে কারণে হাইকের্টের নির্দেশে রোজ়ভ্যালির 200 টি ব্যাঙ্ক বন্ধ করে দেওয়া হয় ।
- 2013 সালের এপ্রিল মাস । সারদা চিটফাণ্ড মামলা সামনে আসে । কোটি কেটি টাকা আর্থিক প্রতারণার দায়ে জম্মু ও কাশ্মীরের সোনমার্গ থেকে গ্রেপ্তার হন সারদা কর্তা সুদীপ্ত সেন । তাঁর সঙ্গে দেবযানী মুখোপাধ্যায়কেও গ্রেপ্তার করা হয় । 2600 কোটি টাকা তছরুপের অভিযোগ ওঠে সুদীপ্ত সেনের উপর । টাকা খুইয়ে আত্মঘাতী হন একাধিক আমানতকারী ।
- 2012 সাল । মুদ্রাস্ফীতি অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পায় । এই পরিস্থতির মোকাবিলায় সুদের হার বাড়ায় ইন্ডিয়ান সেন্ট্রাল ব্যাঙ্ক । GDP- পরিমাণ ছিল 5.45 শতাংশ ।
- 2011 সাল । রেকর্ড পরিমাণ কমে টাকার মূল্য । ডলার প্রতি 54 টাকা 17 পয়সা । ডিরেক্ট ট্যাক্স কোড । সংসদে নতুন বিল পেশ হয় । এই বিলের অধীনে যাদের 2 -5 লাখ টাকা আয়ের উপর 10 শতাংশ ও 5-10 লাখ টাকা আয়ের উপর 20 শতাংশ করের প্রস্তাব রাখে । খাদ্য নিরাপত্তা বিলও ছিল তৎকালীন সরকারের অন্যতম পদক্ষেপ ।