মাইসুরু (কর্নাটক), 28 ডিসেম্বর : মাইসুরুর শামারাজেন্দ্র চিড়িয়াখানা প্লাস্টিক বন্ধের এক অভিনব উপায় খুঁজে বার করেছে ৷
পর্যটকরা যে সমস্ত প্লাস্টিক সামগ্রী নিয়ে চিড়িয়াখানায় প্রবেশ করেন, সেগুলির প্রত্যেকটিতে একটি করে বার কোড লাগানোর ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ ৷ সঙ্গে প্রতিটি সামগ্রীর জন্য 10 টাকা করে সংগ্রহ করা হচ্ছে ৷ পর্যটকরা যদি চিড়িয়াখানা থেকে বেরোনোর সময় প্লাস্টিকের সেই সামগ্রীগুলি দেখাতে পারে, তাহলে তাঁদের টাকা ফিরিয়ে দেওয়া হবে ৷
চিড়িয়াখানার আধিকারিকরা বলেন, চিড়িয়াখানা চত্বরে যাতে পর্যটকরা কোনওরকম প্লাস্টিক সামগ্রী নিয়ে না আসেন, তার জন্যই এই উদ্যোগ ৷ প্রতিদিন চিড়িয়াখানায় হাজার হাজার পর্যটক আসেন ৷ ছুটির দিন বা বিশেষ দিনগুলিতে পর্যটকদের সংখ্যা 10 হাজার ছাড়িয়ে যায় ৷
প্লাস্টিক বন্ধে অভিনব উদ্যোগ মাইসুরু চিড়িয়াখানার চিড়িয়াখানা অধিকর্তা অজিত কুলকার্নি বলেন, "আমাদের চিড়িয়াখানায় দেড় হাজারেরও বেশি পশু-পাখি রয়েছে ৷ প্রতি বছর 20-25 লাখ পর্যটক আসেন ৷ চিড়িয়াখানার ভিতর এদিক-সেদিক প্রায়ই প্লাস্টিক কভার ও সামগ্রী পড়ে থাকতে দেখা যায় ৷ আমাদের কর্মীদের রোজ তা পরিষ্কার করতে হয় ৷ কিন্তু, এই উদ্যোগ নেওয়ার পর থেকে প্লাস্টিক সামগ্রীর সংখ্যা কমতে শুরু করেছে ৷"
মাইসুরু চিড়িয়াখানার তরফে পরিবেশ-বান্ধব এই পদক্ষেপের তারিফ করেছেন অনেকেই ৷ তাঁদের মতে, প্লাস্টিক বন্ধের জন্য এটি একটি খুবই ভালো উদ্যোগ ৷