পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

এক মাসে প্লাস্টিক দিয়ে 3টি রাস্তা বানিয়ে নজির গাজ়িয়াবাদের - Gaziabad

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার বন্ধের জন্য অনেক বেশি সচেতনতা দেখা গেছে ৷ এক মাসের মধ্যে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার করে তিনটি রাস্তা তৈরি করে তাক লাগিয়েছে গাজ়িয়াবাদ জেলা প্রশাসন ও পৌরনিগম ৷

গাজ়িয়াবাদ
গাজ়িয়াবাদ

By

Published : Dec 24, 2019, 7:42 AM IST

গাজ়িয়াবাদ, 24 ডিসেম্বর : এক মাসের মধ্যে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার করে তিনটি রাস্তা তৈরি করে তাক লাগিয়েছে গাজ়িয়াবাদ জেলা প্রশাসন ও পৌরনিগম ৷ উত্তরপ্রদেশের এটিই প্রথম জেলা, যেখানে এমন একটি উদ্যোগ নিতে দেখা গেছে ৷ প্রশাসনের এমন একটি পদক্ষেপে খুশি সকলে ৷

গাজ়িয়াবাদে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার বন্ধের জন্য অনেক বেশি সচেতনতা দেখা গেছে ৷ জেলা প্রশাসন ও গাজ়িয়াবাদ পৌরনিগম বিভিন্ন সমাবেশ ও প্রচারের মাধ্যমে এখানকার বাসিন্দাদের প্রতিনিয়ত সচেতন করে চলেছে ৷ জেলা প্রশাসন ও গাজ়িয়াবাদ পৌরনিগমের পরিচালনায় এই অভিযান দেখে খুশি ব্যবসায়ীরাও ৷ তাঁরা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক তুলে দিয়েছেন প্রশাসনের হাতে ৷ অন্যদিকে, শহরের চার জন ময়লা কুড়ুনি এক টন প্লাস্টিক জমা করে তা প্রশাসনের হাতে তুলে দিয়েছেন ৷

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার বন্ধে অনেক বেশি সচেতন গাজ়িয়াবাদ

গাজ়িয়াবাদ পৌরনিগম এক মাসের মধ্যে এই তিনটি প্লাস্টিকের রাস্তা তৈরি করেছে ৷ ভবিষ্যতে শহরের বাসিন্দাদের আরও সচেতন করতে পৌরনিগমের তরফে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার বন্ধের জন্য আরও বড় সমাবেশের আয়োজন করবে ৷

পৌরনিগমের তরফে প্লাস্টিকের বিকল্প হিসেবে বাসনপত্রের একটি ব্যাঙ্কও তৈরি করা হয়েছে ৷ এই ব্যাঙ্কে স্টিলের বাসনপত্র পাওয়া যাবে ৷ সাধারণ মানুষ কোনও অনুষ্ঠানে বা পিকনিকে এই সমস্ত বাসন ব্যবহার করতে পারেন ৷

ABOUT THE AUTHOR

...view details