গাজ়িয়াবাদ, 24 ডিসেম্বর : এক মাসের মধ্যে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার করে তিনটি রাস্তা তৈরি করে তাক লাগিয়েছে গাজ়িয়াবাদ জেলা প্রশাসন ও পৌরনিগম ৷ উত্তরপ্রদেশের এটিই প্রথম জেলা, যেখানে এমন একটি উদ্যোগ নিতে দেখা গেছে ৷ প্রশাসনের এমন একটি পদক্ষেপে খুশি সকলে ৷
গাজ়িয়াবাদে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার বন্ধের জন্য অনেক বেশি সচেতনতা দেখা গেছে ৷ জেলা প্রশাসন ও গাজ়িয়াবাদ পৌরনিগম বিভিন্ন সমাবেশ ও প্রচারের মাধ্যমে এখানকার বাসিন্দাদের প্রতিনিয়ত সচেতন করে চলেছে ৷ জেলা প্রশাসন ও গাজ়িয়াবাদ পৌরনিগমের পরিচালনায় এই অভিযান দেখে খুশি ব্যবসায়ীরাও ৷ তাঁরা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক তুলে দিয়েছেন প্রশাসনের হাতে ৷ অন্যদিকে, শহরের চার জন ময়লা কুড়ুনি এক টন প্লাস্টিক জমা করে তা প্রশাসনের হাতে তুলে দিয়েছেন ৷