পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কৃষকদের "মৃত্যু পরোয়ানা"; রাজ্যসভায় সরব কংগ্রেস - Monsoon Session of Parliament

"কংগ্রেস এই বিল মানে না । আমরা কৃষকদের মৃত্যু পরোয়ানায় সই করব না । " কৃষি বিল ইশুতে রাজ্যসভায় সরব কংগ্রেস সাংসদরা ।

রাহুল গান্ধি
রাহুল গান্ধি

By

Published : Sep 20, 2020, 4:49 PM IST

দিল্লি, 20 সেপ্টেম্বর : চলতে থাকা বিতর্কের মধ্যেই আজ রাজ্যসভায় কৃষি সংক্রান্ত বিলগুলির মধ্যে দু'টি পাশ হয়ে যায় । আর এরই প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরা । কৃষি বিল পাশ হওয়ার ঘটনাকে সরাসরি কৃষকদের আত্মার উপর হামলা বলে দাবি করছে কংগ্রেস শিবির । কৃষিবিলগুলিকে কালা আইন বলে আখ্যা দিয়ে রাহুল গান্ধি টুইটারে প্রশ্ন তোলেন, মোদি সরকারের কৃষক বিরোধী 'কাল আইন' দিয়ে কৃষকরা APMC / ফসলের ন্যূনতম ন্যায্য দাম কীভাবে পাবেন ? ফসলের এই ন্যূনতম ন্যায্য দামের কোনও নিশ্চয়তা নেই কেন ? " নরেন্দ্র মোদি কৃষকদের পুঁজিপতিদের 'দাস' করে দিচ্ছেন বলেও অভিযোগ করেন রাহুল ।

কংগ্রেস সাংসদ প্রতাপ সিং বাজওয়া বলেন, তাঁর দল "কৃষকদের এই মৃত্যু পরোয়ানা"-য় সই করবে না ।

তিনি বলেন, "কংগ্রেস এই বিল মানে না । আমরা কৃষকদের মৃত্যু পরোয়ানায় সই করব না । আপনারা যে সুবিধার কথা বলছেন, কৃষকরা সেই সুবিধা পেতে চায় না । তাহলে কেন আপনারা জোর করে তাঁদের উপর এটি চাপিয়ে দিচ্ছেন ।" প্রসঙ্গত, পঞ্জাব ও হরিয়ানার মতো রাজ্যগুলিতে কেন্দ্রের প্রস্তাবিত কৃষি বিলের তীব্র বিরোধিতা শুরু হয়েছে । জায়গায় জায়গায় প্রতিবাদ শুরু করেছেন কৃষকরা । সাংসদের কথায়, এই বিল পাশ করা মানে সরাসরি ওই কৃষকদের আত্মাকে আঘাত করা ।

সম্প্রতি বিহারে কোশি নদীর উপর রেলওয়ে ব্রিজের উদ্বোধনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছিলেন, "কৃষি বিলের বিষয়ে ভুল বার্তা ছড়ানো হচ্ছে । বলা হচ্ছে কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পাবেন না । কিন্তু যাঁরা এই ভুল বার্তা ছড়াচ্ছেন, তাঁরা জানেন না ভারতের কৃষকরা কতটা সচেতন ।"

কৃষকরা যে যথেষ্টই সচেতন, তা আজ কেন্দ্রকে মনে করিয়ে দেন কংগ্রেস সাংসদ । বলেন , "কৃষকরা মোটেই অশিক্ষিত নন । তাঁরা বুঝতে পারছেন যে ফসলের ন্যূনতম ন্যায্য মূল্য থেকে সরে যেতে চাইছে কেন্দ্র । একবার এই বিল পাশ হয়ে গেলে সরকার এখান থেকে সরে যাবে । বদলে আসবে আম্বানি, আদানি ও অন্যান্য বড় বাণিজ্যিক সংস্থাগুলি ।" এ প্রসঙ্গে বলতে গিয়ে, কীভাবে ইস্ট ইন্ডিয়া কম্পানি ও পর্তুগিজ়রা ভারতের দখল নিয়েছিল সেই কথাও স্মরণ করিয়ে দেন তিনি ।

আরও পড়ুন :"বিভ্রান্ত হবেন না" কৃষকদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর

কৃষি ও কৃষিজাত পণ্যের বাজার রাজ্যগুলির আওতাধীন । এই বিলগুলির মাধ্যমে সেই গণতান্ত্রিক পরিকাঠামোকে ভেঙে ফেলা হচ্ছে বলেও অভিযোগ তোলা হয় কংগ্রেসের তরফে । সাংসদের কথায় এই বিলগুলি ভুল সময়ে ভুলভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে ।

কৃষি বিল রাজ্যসভায় পাশ হওয়ার পর সরব হয়েছেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাগড়েও । টুইটারে তিনি লিখেছেন, " BJP সরকার এখনও পর্যন্ত কৃষকদের APMC-র ভবিষ্যৎ বা ফসলের ন্যূনতম ন্যায্য দাম কীভাবে পাওয়া যাবে, সেবিষয়ে স্পষ্টভাবে কিছু বোঝাতে পারেনি । তারা তাদের সংখ্যাগরিষ্ঠতাকে ব্যবহার করছে কৃষকদের ভবিষ্যৎ ধুলোয় মিশিয়ে দিতে । এটা আমাদের দেশের কৃষি অর্থনীতির জন্য এক বিপর্যয়ের ঘণ্টা ।"

কংগ্রেসের অন্যতম বর্ষীয়ান নেতা তথা রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ লিখেছেন, "সাংসদরা কী বলতে চাইছেন, তা না শোনাটা একধরনের একনায়কতান্ত্রিক মনোভাব । কোনওরকম ভোটাভুটি ছাড়াই কৃষক বিরোধী এই বিলগুলি পাশ হয়ে গেল । এত তাড়াহুড়ো করে কেন বিল পাশ করানো হল ? কার নির্দেশে এমন হল ? "

আরও পড়ুন :"RSTV সেন্সর করা হচ্ছে" কৃষি বিল ইশুতে ওয়েলে নেমে প্রতিবাদ ডেরেকের

কংগ্রেস ও অন্য বিরোধী দলগুলির পাশাপাশি NDA-তে BJP-র সবথেকে পুরোনো জোটসঙ্গী শিরোমণি অকালি দলও তীব্র বিরোধিতা করেছে এই কৃষি বিলগুলির । পঞ্জাব ও হরিয়ানার মতো রাজ্যগুলিতে কৃষকদের প্রতিবাদ দিন দিন বাড়ছে । এই বিলগুলি বাতিল করার দাবি তুলছেন দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনরত কৃষকরা ।

ABOUT THE AUTHOR

...view details