পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ফের তপ্ত জাফরাবাদ, চলল গুলি ; মৃত বেড়ে 13

হিংসা থামার নাম নেই জাফরাবাদে ৷ ফের নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ৷ এখনও পর্যন্ত 13 জনের মৃত্যু হয়েছে ৷

Jafrabad
ছবি সৌজন্যে ANI

By

Published : Feb 25, 2020, 5:22 PM IST

Updated : Feb 25, 2020, 9:26 PM IST

দিল্লি, 25 ফেব্রুয়ারি : ফের উত্তপ্ত জাফরাবাদ । বিক্ষোভকারীদের সঙ্গে নতুন করে সংঘর্ষ শুরু হয় পুলিশের । বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে । বিক্ষোভকারীদের থামাতে পুলিশও শূন্যে গুলি চালিয়েছে বলে জানা গেছে । নতুন করে আরও কয়েকজনের মৃত্যুর খবর সামনে এসেছে । এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 13 । ঘটনায় গুরুতর জখম 125 ৷

আজ সকাল থেকেই বিক্ষোভের জেরে অশান্ত ছিল জাফরাবাদ । বিকেলে ফের নতুন করে বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয় পুলিশের । পরিস্থিতি সামাল দিতে পুলিশ শূন্যে গুলি চালায় ৷ এরপরই পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে বিক্ষোভকারীরা । বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে বলেও জানা গেছে । ব্যবহার করা হয়েছে কাঁদানে গ্যাসের শেলও । CAA-র প্রতিবাদের বিক্ষোভের জেরে এখনও উত্তাল হয়ে রয়েছে গোটা এলাকা ।

22 ফেব্রুয়ারির রাত থেকেই দিল্লির জাফরাবাদ মেট্রো স্টেশনের কাছে রাস্তায় বসে CAA প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে প্রায় 500 জন মহিলা ৷ জাতীয় পতাকা হাতে তাঁদের আজাদি স্লোগান দিতে দেখা যায় ৷ ঠিক তারপর দিনেই CAA-এর প্রতিবাদে দিল্লির জাফরাবাদ চত্বর অবরোধ করে রেখেছিল প্রায় দেড় হাজার মহিলা ৷

Last Updated : Feb 25, 2020, 9:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details