দিল্লি, 2 মার্চ : রাজধানীতে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে হিংসায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 47 ৷ জখম হয়েছে আরও শতাধিক মানুষ ৷ ক্ষয়ক্ষতি হয়েছে বহু বাড়ি ও দোকান পাট ৷ প্রাণ হারিয়েছেন অঙ্কিত শর্মা নামের এক ইন্টেলিজেন্স আধিকারিকও ৷ কিন্তু আর হিংসা চান না দিল্লিবাসী ৷ শান্তি চাইছেন তাঁরা ৷
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অঙ্কিত শর্মার পরিবারের লোকেদের জন্য 1 কোটি টাকার আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন ৷ অঙ্কিত শর্মার পরিবারের এক সদস্যকে সরকারি চাকরি দেওয়ারও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷