পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনায় চিনে মৃত বেড়ে 131, বাড়তি সতর্কতা বিমানবন্দরগুলিতে - উজ্জয়িনীতে কোরোনা আতঙ্ক

চিনে নতুন করে আরও 840 জন সংক্রামিত হয়েছে কোরোনা ভাইরাসে ৷ চিনে সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল 131 ৷ কোরোনার আতঙ্ক বাড়ছে ভারতেও ৷ বিমানবন্দরগুলিতে জারি করা হয়েছে বাড়তি সতর্কতা ৷

Coronavirus
ফাইল ছবি

By

Published : Jan 29, 2020, 9:53 AM IST

বেজিং ও দিল্লি, 29 জানুয়ারি : কোরোনা ভাইরাসের সংক্রমণে চিনে মৃতের সংখ্যা বেড়ে 131 ৷ চিনের হুবেই প্রদেশে আধিকারিক স্তরে জারি করা এক বিবৃতিতে নতুন করে আরও 840 টি সংক্রমণের কথা জানানো হয়েছে ৷ তার মধ্যে 25 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ সব মিলিয়ে চিনে এখনও পর্যন্ত কমপক্ষে 5,300 জনের সংক্রমণের খবর নিশ্চিতভাবে জানানো হয়েছে ৷

ইতিমধ্যে জাপান তাদের দেশের 200 জন নাগরিককে এয়ার লিফ্ট করে উদ্ধার করে ৷ আকাশপথে প্রায় 240 অ্যামেরিকানকে উদ্ধার করেছে প্রশাসন ৷ ফ্রান্সও তাদের নাগরিকদের বিমানপথে উদ্ধার করার পরিকল্পনা করছে ৷ ইউহান শহরকে বন্ধ করে দেওয়ার পর থেকে সেখানে এখনও পর্যন্ত প্রায় 5 কোটি মানুষ আটকে পড়ে আছে ৷

আরও পড়ুন : চিনা যুবতিকে ছুটি দিল বেলেঘাটা আইডি

এদিকে ভারতেও বাড়ছে কোরোনা ভাইরাসের আতঙ্ক ৷ গতরাতেই কোরোনায় আক্রান্ত সন্দেহে মধ্যপ্রদেশের উজ্জয়িনী হাসপাতালে এক ব্যক্তিকে ভরতি করা হয়েছে ৷ জানা গেছে তিনি কিছুদিন আগেই চিন থেকে ফিরেছিলেন ৷ তাকে পৃথকভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ রক্তের নমুনা পরীক্ষার জন্য পুনেতে পাঠানোর ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ দিল্লি, মুম্বই, কেরালা, মহারাষ্ট্রের, জয়পুরে কোরোনা সংক্রমণ সন্দেহে হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন কয়েকজন । হায়দরাবাদের 3 জন, দিল্লিতে 3 জন, উজ্জয়ন 1 জন সহ মোট সাতজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ।

কোরোনা ভাইরাসের মোকাবিলায় রাজ্য ও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে । চিন থেকে যাঁরা দেশে ফিরছেন তাঁদের পরীক্ষা করা হচ্ছে । ভাইরাস সংক্রমণের সন্দেহে নিকটবর্তী হাসপাতালের বিশেষ ওয়ার্ডে রাখা হচ্ছে বেশ কয়েকজনকে । দেশের বিমানবন্দরগুলিতে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা রয়েছে । যাত্রীদের থার্মাল স্ক্রিনিং করানো হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details