পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পঞ্জাব বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে 108, গ্রেপ্তার আরও 12 - পঞ্জাবে বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে 108

পঞ্জাবে বিষমদের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল 108 ৷ অন্যদিকে এই ঘটনায় আরও 12 জনকে গ্রেপ্তার করেছে পঞ্জাব পুলিশ ৷

Punjab hooch tragedy
পঞ্জাব বিষমদ কাণ্ড

By

Published : Aug 4, 2020, 12:40 PM IST

চণ্ডীগড়, 4 অগাস্ট : পঞ্জাবে বিষমদের ঘটনায় আরও চারজনের মৃত্যু হয়েছে ৷ এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল 108 ৷ অন্যদিকে, এই ঘটনায় আরও 12 জনকে গ্রেপ্তার করেছে পঞ্জাব পুলিশ ৷ তাদের মধ্যে দু'জন ব্যবসায়ীও রয়েছে ৷ গতকাল তাদের গ্রেপ্তার করা হয় ৷

পুলিশ আগেই লুধিয়ানার এক রং ব্যবসায়ীর খোঁজে তল্লাশি চালাচ্ছিল ৷ এই ব্যবসায়ীই তিন ড্রাম বিষমদ সরবরাহ করে ৷ যার জেরে রাজ্যে একাধিক মৃত্যু হয় ৷ যদিও এখনও তার খোঁজ মেলেনি ৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং এই ঘটনায় জড়িত প্রত্যেকের খোঁজে তল্লাশি ও তাদের গ্রেপ্তার করতে পুরো পুলিশবাহিনীকে কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন DGP দিংকার গুপ্তাকে৷

পঞ্জাবের মুখ্যমন্ত্রী যে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন তাতে অভিযুক্ত ছয় জন পুলিশ ও সাত জন আবগারি আধিকারিক-সহ সমস্ত সন্দেহভাজনের বিরুদ্ধেও তদন্তের কথা বলা হয়েছে ৷ গতকাল এই ঘটনায় আরও 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ যা নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে 37 ৷ এই ধৃতদের মধ্যে পাঁচ বিষমদ মাফিয়াও রয়েছে ৷ DGP দিংকার গুপ্তা জানান, আরও আটজনকে এই ঘটনার অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে ৷ যাদের মধ্যে লুধিয়ানার ওই রং ব্যবসায়ী রাজেশ জোশিও রয়েছে ৷ ওই ব্যবসায়ীই এই পুরো মাফিয়া চেনের মুখপাত্রের মতো কাজ করেছে বলে মনে করা হচ্ছে ৷

DGP জানান, এই ঘটনায় অন্যান্য যোগসূত্রদের চিহ্নিত করতেও তদন্ত চলছে ৷ পাশাপাশি কোন কোন রুট দিয়ে এই বিষমদ সরবরাহ করা হচ্ছিল তাও চিহ্নিত করার চেষ্টা চলছে ৷ এখনও পর্যন্ত মোট 108 জনের মৃত্যু হয়েছে ৷ যার মধ্যে তর্নতরনে 82 জনের মৃত্যু হয়েছে ৷ অমৃতসর ও বাতালায় 13 জন করে ব্যক্তির মৃত্যু হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details