পটনা, 30 সেপ্টেম্বর : বিহার ও উত্তরপ্রদেশে একটানা ভারী বৃষ্টির জেরে তৈরি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি । গত কয়েকদিন ধরে অতিবৃষ্টির কবলে পড়েছে উত্তরপ্রদেশ । বৃষ্টির জেরে বৃহস্পতিবার থেকে এখনও পর্যন্ত এই রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 87 । বিপদসীমার উপর দিয়ে বইছে নদীগুলি । উত্তরপ্রদেশের সব থেকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে জানপুর, প্রয়াগরাজ ও বারাণসী । মৃতদের পরিবার পিছু 4 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।
এদিকে অতিবৃষ্টির কবলে পড়েছে বিহারও । সেখানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 27 জনের । রাজধানী পটনা সহ বিস্তীর্ণ এলাকা জলের তলায় । পটনার সমস্ত স্কুল মঙ্গলবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । জল জমে যাওয়ার কারণে অনেক বাসিন্দা এখনও নিজেদের বাড়িতে আটকে রয়েছেন । চলছে উদ্ধারকাজ । বিহারের ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলিতে মোতায়েন করা হয়েছে NDRF-এর 19টি দল । ভারী বৃষ্টির জেরে বিহারের 15টি জেলায় আবহাওয়া অফিসের তরফে লাল সতর্কতা জারি করা হয়েছে । বন্যায় আটকে থাকা লোকজনকে উদ্ধারের জন্য বায়ুসেনার কাছে আবেদন করেছে বিহার সরকার ।