পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

4 রাজ্যে বন্যায় মৃত বেড়ে 173

কেরালা ছাড়া মহারাষ্ট্র, গুজরাত ও কর্নাটকের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক । দক্ষিণ ও পশ্চিম ভারতে বন্যায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 173 জনের ।

4 রাজ্যে বন্যায় মৃত বেড়ে 169

By

Published : Aug 12, 2019, 10:36 AM IST

Updated : Aug 12, 2019, 12:47 PM IST

তিরুবনন্তপুরম, 12 অগাস্ট : দক্ষিণ ও পশ্চিম ভারতে বন্যায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 173 জনের । বন্যায় সবথেকে ক্ষতিগ্রস্ত রাজ্য কেরালা । সেখানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 76 । নিখোঁজ 52 জন । দেড় লাখ মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে । ওয়ানাড, কান্নুর ও কাসারগদ জেলাগুলিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে । সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । ছ'টি জেলায় জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট । তবে গতকাল দুপুর থেকে ফের বিমান চলাচল চালু হয়েছে কোচি বিমানবন্দরে ।

এই পরিস্থিতিতে গতকাল রাহুল গান্ধি নিজের লোকসভা কেন্দ্র ওয়ানাডে পৌঁছান দু'দিনের সফরে । সেখানে বন্যা দুর্গতদের পর্যাপ্ত ত্রাণ ও সাহায্যের আশ্বাস দেন তিনি । রাহুল গান্ধি নীলাম্বুর, মামপাদ, এডাভান্নাপ্পাদার ত্রাণ শিবিরগুলো ঘুরে দেখেন । মালাপ্পুরামের জেলাশাসকের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠকও করেন । পরে তিনি টুইটারে লেখেন, "ওয়ানাডের মানুষ যা হারাল তা হৃদয়বিদারক । ফের তাদের নিজের পায়ে দাঁড়াতে সাধ্যমতো চেষ্টা করব ।" পাশাপাশি তিনি সংবাদমাধ্যমকে বলেন, "বন্যা নিয়ে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছি ।"

ওয়ানাড, কান্নুর ও কাসারগদ জেলাগুলিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে

কেরালা ছাড়া মহারাষ্ট্র, গুজরাত ও কর্নাটকের বন্যা পরিস্থিতিও উদ্বেগজনক । ঘরছাড়া হয়েছে কয়েক লাখ মানুষ । ইতিমধ্যেই বন্যা বিপর্যস্ত এলাকাগুলিতে আকাশপথে খাবার পৌঁছে দিচ্ছে বায়ুসেনা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দল । জলমগ্ন গ্রামগুলি থেকে হেলিকপ্টারে করে উদ্ধার করা হচ্ছে বাসিন্দাদের । এই তিন রাজ্যে মৃতের সংখ্যা 97 ।

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গতকালই কর্নাটকে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

এদিকে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গতকালই কর্নাটকে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । প্রবল বৃষ্টিতে জলমগ্ন কর্নাটকের বেলাগাভি জেলার পরিস্থিতি আকাশপথে খতিয়ে দেখেন তিনি । মুম্বই-বেঙ্গালুরু জাতীয় সড়ক বন্যার জন্য বন্ধ থাকলেও আজ তা খুলতে পারে বলে খবর । এদিকে UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইট প্রাচীন হাম্পি জলের তলায় । কর্নাটকে এরই মধ্যে 1,410 কিলোমিটার রাস্তা খতিগ্রস্ত হয়েছে । ভেঙে পড়েছে চার হাজারের বেশি বাড়ি । মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা জানিয়েছেন, বন্যায় ক্ষতির পরিমাণ ইতিমধ্যেই 10 হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে । কর্মাটকে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 31 ।

কেরালা ছাড়া মহারাষ্ট্র, গুজরাত ও কর্নাটকের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক

মহারাষ্ট্রেও বন্যার প্রকোপে চার লাখেরও বেশি মানুষ ঘরছাড়া । প্রাণ হারিয়েছে কমপক্ষে 35 জন । তবে পশ্চিম মহারাষ্ট্রের পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আশা করা হচ্ছে । কর্নাটকের কৃষ্ণা নদীর উপরে আলমাটি বাঁধ থেকে পাঁচ লাখ কিউসেক জল ছাড়ার ফলে জলের স্তর নামার আশা করা হচ্ছে ।

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাতে বিভিন্ন জায়গা ৷ সৌরাষ্ট্র অঞ্চল থেকে 12 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ৷

Last Updated : Aug 12, 2019, 12:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details