বিহার, 19 জুন : বিহারে বাড়ল শিশুদের মৃত্যু মিছিল । মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল 128 । আজ মুজ়াফ্ফরপুরের শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে (SKMCH) আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে ।
আজ শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের (SKMCH) সুপার সুনীল কুমার শাহি বলেন, "হাসপাতালের ICU-তে 68 জন এনসেফ্যালাইটিসে আক্রান্ত শিশুর চিকিৎসা চলছে । আর 65 জন শিশু ওয়ার্ডে ভরতি রয়েছে । তার মধ্যে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে ।" সাংবাদিক বৈঠকে শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের (SKMCH) সুপার বলেন, আক্রান্ত শিশুদের অভিভাবকরা যত দ্রুত হাসপাতালে নিয়ে আসবেন, তত দ্রুত শিশুরা আরোগ্যলাভ করবে ।
হাসপাতালের সুপার আরও জানান, এখনও পর্যন্ত 372 জন শিশু ভরতি রয়েছে । যাদের মধ্যে 118 জন শিশুকে ছেড়ে দেওয়া হয়েছে । আরও 57 জন শিশুকে দ্রুত ছেড়ে দেওয়া হবে । গত রবিবারই ওই হাসপাতালে (SKMCH) পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন । সেখানে গিয়ে এনসেফ্যালাইটিসে আক্রান্ত শিশুদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী । পরে পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসক ও জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয়মন্ত্রী ।
যদিও (SKMCH)-র অব্যবস্থা নিয়ে অভিযোগ তুলেছেন আক্রান্ত শিশুদের অভিভাবকরা । তাঁরা বলেন, হাসপাতালে রোগীর সংখ্যা বাড়লে সেই তুলনায় শয্যার সংখ্যা কম । একই শয্যাতে 2-3 জন শিশুকে রেখে চিকিৎসা চলছে । সেই সঙ্গে রয়েছে বিদ্যুৎ বিভ্রাট । এ প্রসঙ্গে হাসপাতালের সুপার বলেন, দ্রুত এই সমস্যা মিটে যাবে । কারণ, সুস্থ হওয়ার পর অনেক শিশুদের ছেড়ে দেওয়া হয়েছে ।