পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পথ দুর্ঘটনায় মৃত জাতীয়স্তরের 4 হকি খেলোয়াড় - পথ দুর্ঘটনায় মৃত্যু হল 4 জাতীয়স্তরের হকি খেলোয়াড়ের

পথ দুর্ঘটনায় মৃত্যু হল জাতীয়স্তরের চার হকি খেলোয়াড়ের ৷ দুর্ঘটনাটি মধ্যপ্রদেশের হোশাঙ্গাবাদের ৷

দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি

By

Published : Oct 14, 2019, 10:49 AM IST

হোশাঙ্গাবাদ (মধ্যপ্রদেশ), 14 অক্টোবর : দুর্ঘটনায় মৃত্যু হল চারজন জাতীয়স্তরের হকি খেলোয়াড়ের ৷ আহত তিনজন ৷ দুর্ঘটনাটি মধ্যপ্রদেশের হোশাঙ্গাবাদের ৷

আহতদের নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ৷

পুলিশ সূত্রে খবর, একটি চারচাকা গাড়িতে করে তাঁরা ধ্যানচাঁদ ট্রফিতে অংশ নিতে ইতারসি থেকে হোশাঙ্গাবাদ আসছিলেন ৷ নিয়ন্ত্রণ হারিয়ে রাইসলপুর গ্রামের কাছে 69 নম্বর জাতীয় সড়কের ধারে একটি গাছে ধাক্কা মারে গাড়িটি ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details