পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আকারে ছোটো, তবে প্রবলবেগে লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম শৌর্য

সাবমেরিন মিজ়াইল সাগরিকা k-15-এর ভূমি সংস্করণ বলে ধরা হয় শৌর্য মিজ়াইলকে ৷ যদিও এই দুটোর মধ্যে সংযোগ রয়েছে তা মানতে চান না DRDO আধিকারিকরা ৷

আকারে ছোটো, তবে প্রবলবেগে লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম শৌর্য
আকারে ছোটো, তবে প্রবলবেগে লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম শৌর্য

By

Published : Aug 7, 2020, 7:16 AM IST

Updated : Aug 7, 2020, 7:00 PM IST

শৌর্য অর্থাৎ সাহস, নির্ভীক অথবা অকুতোভয় ৷ যেমন নাম তেমনই কাজ ৷ শত্রুপক্ষের মোকাবিলায় ভারতীয় আর্মির অন্যতম ভরসাযোগ্য অস্ত্র হাইপারসনিক মিজ়াইল শৌর্য ৷

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশনের তৈরি ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র হল শৌর্য মিজ়াইল ৷ 1900 কিমি দূর পর্যন্ত এটি শত্রুর দিকে আঘাত হানতে সক্ষম ৷ 100 কেজি থেকে 1 টন পর্যন্ত ওজন বহনে সক্ষম শৌর্য দূর থেকে লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে আঘাত করার ক্ষমতা রাখে ৷

শৌর্যের বৈশিষ্ট্য

সাবমেরিন মিজ়াইল সাগরিকা k-15-এর ভূমি সংস্করণ বলে ধরা হয় শৌর্য মিজ়াইলকে ৷ যদিও এই দুটোর মধ্যে সংযোগ রয়েছে তা মানতে চান না DRDO আধিকারিকরা ৷ এই মিজ়াইলকে ক্যানেস্তারার মধ্যে সংরক্ষণ করে রাখতে হয় ৷ এতে বিনা রক্ষণবেক্ষণেই অনেকদিন পর্যন্ত থাকতে পারে ৷ এতে স্থলপথে মিজ়াইলটিকে বহন করতেও সুবিধার হয় ৷ এই ক্যানেস্তারার নীচের অংশে থাকা গ্যাস জেনারেটর মিজ়াইলটিকে আলাদা করে দিয়ে আকাশের দিকে ছুঁড়ে দিতে পারে ৷

শৌর্য মিজ়াইল

শৌর্য মিজ়াইলের আরও একটি বৈশিষ্ট্য হল, এটিকে খুব সহজেই শত্রুপক্ষের থেকে লুকিয়ে রাখা যায় ৷ আকারে ছোটো হওয়ার পাশাপাশি ক্যানেস্তারার মধ্যে থাকার কারণে আন্ডার গ্রাউন্ড বা ক্যামোফ্লেজ সিস্টেমে শত্রুপক্ষের রেকনজ়িশেসন সিস্টেম বা স্যাটেলাইট থেকে লুকিয়ে রাখা যায় ৷ DRDO-র বিজ্ঞানীরা প্রাথমিকভাবে শর্ট রেঞ্জ বা মাত্র 700 কিমি রেঞ্জের শৌর্য মিজ়াইল তৈরি করেছিল ৷ এতে সীমান্ত এলাকায় খুব সহজেই লুকিয়ে রাখা যায় এই মিজ়াইল ৷ তবে আকারে ছোটো হলেও ক্ষেপণাস্ত্রটিকে গতিতে পাল্লা দেওয়া মুশকিল ৷ প্রতি ঘণ্টায় 9 হাজার 200 কিলোমিটার গতিতে শত্রুর দিকে ধেয়ে যেতে পারে মিজ়াইলটি ৷ সারা বিশ্বে ছোট আকারের এমন প্রবল গতিসম্পন্ন মিজ়াইল নেই ৷

শৌর্য মিজ়াইল
Last Updated : Aug 7, 2020, 7:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details