মুম্বই, 19 সেপ্টেম্বর : শেষবারের মতো জলপথে পাড়ি দিল INS বিরাট । মুম্বই থেকে গুজরাতের অ্যালাংয়ের উদ্দেশে পাড়ি দিয়েছে ভারতীয় নৌসেনার এই পরিত্যক্ত এয়ারক্র্যাফট ক্যারিয়ারটি । অ্যালাং শিপ ব্রেকিং ইয়ার্ডে ভেঙে ফেলা হবে INS বিরাটকে । ছোটো ছোটো টাগ বোটের মাধ্যমে INS বিরাটকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে নৌসেনার বহুদিনের সঙ্গী এই এয়ারক্র্যাফট ক্যারিয়ারটিকে ।
দীর্ঘ তিন দশক ধরে ভারতীয় নৌসেনার সেবায় নিয়োজিত ছিল INS বিরাট । লম্বা দৌড়ের ঘোড়া INS বিরাট । ভারতের ইতিহাসের সবথেকে বেশি সময় ধরে চলা এয়ারক্র্যাফট ক্যারিয়ারটি। গিনেজ় বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও নাম রয়েছে । কিন্তু এবার বিদায় জানানোর পালা ।
1987 সাল থেকে 2016 সাল পর্যন্ত ভারতীয় নৌসেনার সেবায় নিয়োজিত ছিল এই এয়ারক্র্যাফট ক্যারিয়ারটি । 2016 সালের 23 জুলাই শেষবার যাত্রা করেছিল INS বিরাট । এরপর 2017 সালের 6 মার্চ এটিকে নৌসেনার কার্যকর তালিকা থেকে সরিয়ে দেওয়া হয় । পরিত্যক্ত হওয়ার পর থেকে মুম্বইয়ের নাভাল ডকইয়ার্ডেই রাখা ছিল INS বিরাটকে । আজ সেখান থেকেই গুজরাতের অ্যালাংয়ের উদ্দেশে পাড়ি দেয় এটি । বিরাটের শেষ সফরে তার সঙ্গে আকাশপথে যাচ্ছে একটি নৌসেনার একটি হেলিকপ্টারও । দীর্ঘ কয়েক দশক ধরে নৌসেনাকে সেবা করার জন্য কুর্নিশ INS বিরাটকে ।
আরও পড়ুন :আয়ু ফুরিয়েছে, ভেঙে ফেলা হবে INS বিরাটকে