জম্মু ও কাশ্মীর, 28 নভেম্বর : গতবছর অগাস্টে 370 ধারা রদের পর এই প্রথম জম্মু-কাশ্মীরে হচ্ছে ভোট । আজ থেকে শুরু হয়েছে জেলা উন্নয়ন পরিষদের প্রথম দফার ভোট । পাশাপাশি রয়েছে পঞ্চায়েত ভোটও । সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ । চলবে দুপুর দুটো পর্যন্ত । কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর উপত্যকার এই প্রথম ভোটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ।
মোট আট দফায় হবে এই নির্বাচন । 1 হাজার 475 জনের ভাগ্যপরীক্ষা হতে চলেছে । এই 1,475 জন প্রার্থীর জেলা উন্নয়ন পরিষদের নির্বাচনের প্রথম দফায় লড়ছেন 296 জন প্রার্থী । মোট 280টি জেলা উন্নয়ন পরিষদের আসন রয়েছে। তার মধ্যে 172 টি কাশ্মীর উপত্যকায় ও জম্মুতে 124টি আসনে ভোট হবে । প্রথম দফায় 43টি আসনে ভোট হচ্ছে । যার মধ্যে 25টি কাশ্মীর ও 18টি রয়েছে জম্মুতে । জেলা উন্নয়ন পরিষদের নির্বাচনে পাশাপাশি 12 হাজার 153 টি পঞ্চায়েত আসনেও ভোট হতে চলেছে। এগুলির মধ্য়ে 11 হাজার 818টি রয়েছে কাশ্মীরে । বাকিগুলি জম্মুতে ।