পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মুক্তির পর দিনই ফারুখ আবদুল্লা ও ওমর আবদুল্লার সঙ্গে সাক্ষাৎ মেহবুবার - ফারুখ আবদুল্লাহ

জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের সময় থেকে প্রায় 14 মাস ধরে পাবলিক সেফটি অ্যাক্টের (PSA)আওতায় আটকে রাখা হযেছিল মেহবুবা মুফতিকে । গতকাল তিনি মুক্তি পান ।

Mehbooba Mufti
Mehbooba Mufti

By

Published : Oct 14, 2020, 5:59 PM IST

শ্রীনগর , 14 অক্টোবর : প্রায় একবছর আটক থাকার পর গতকালই মুক্তি পেয়েছেন মেহবুবা মুফতি ৷ আর আজ ফারুখ আবদুল্লা ও ওমর আবদুল্লা-র সঙ্গে শ্রীনগরে নিজের বাড়িতে দেখা করলেন তিনি ৷

আজ সাক্ষাতের পর ওমর আবদুল্লা একটি টুইট করেন ৷ তিনি লেখেন , "আমি এবং আমার বাবা মেহবুবা মুফতি সাহিবাকে আগামীকাল বিকেলে একটি বৈঠকে আমন্ত্রণ জানিয়েছি ৷ তিনি আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন ৷"

জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের সময় থেকে প্রায় 14 মাস ধরে পাবলিক সেফটি অ্যাক্টের (PSA)আওতায় আটকে রাখা হযেছিল মেহবুবা মুফতিকে । সম্প্রতি মেহবুবা মুফতির মেয়ে ইলতিজ়া মুফতি সুপ্রিম কোর্টে পিটিশন জমা দিয়েছিলেন । সেখানে বলা হয়েছিল, মেহবুবা মুফতিকে বেআইনিভাবে আটক করে রাখা হয়েছে । সেই পিটিশনের প্রেক্ষিতে 29 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট জম্মু ও কাশ্মীর প্রশাসনের কাছে জানতে চেয়েছিল, আর কতদিন মেহবুবা মুফতিকে আটক করে রাখা হবে । উত্তর দেওয়ার জন্য জম্মু ও কাশ্মীর প্রশাসনকে দু'সপ্তাহ সময় দেওয়া হয়েছিল । এরপরই গতকাল মুক্তি পান মেহবুবা মুফতি ।

মুক্তি পাওয়ার পর নিজের টুইটার অ্যাকাউন্টে একটি অডিয়ো বার্তায় জম্মু ও কাশ্মীরে 370 ধারা ফেরানো ও কাশ্মীর ইশুর স্থায়ী সমাধানের জন্য লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি । 83 সেকেন্ডের অডিয়ো বার্তায় তিনি বলেন, "গত বছর 5 অগাস্ট অবৈধ, অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক পদ্ধতিতে যা ছিনিয়ে নেওয়া হয়েছে তা ফিরে পাওয়ার জন্য আমাদের সবাইকে অঙ্গীকারবদ্ধ হতে হবে ।" কেন্দ্রীয় সরকারের সেই সিদ্ধান্তকে সিদ্ধান্ত "দিনের আলোয় ডাকাতি করার সমান" বলেও উল্লেখ করেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details