পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কৃষি বিলে কৃষক-উপভোক্তা দু'পক্ষই লাভবান হবেন, আশ্বাস কেন্দ্রীয় মন্ত্রীর - undefined

নতুন কৃষি বিলে কৃষক ও উপভোক্তা দু'পক্ষই লাভবান হবেন বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দানভে রাওসাহেব দাদারাও ।

Aa
Aa

By

Published : Sep 22, 2020, 5:24 PM IST

দিল্লি, 22 সেপ্টেম্বর: বিরোধীদের তুমুল বিক্ষোভ-প্রতিবাদের মধ্যেই মঙ্গলবার রাজ্যসভায় ধ্বনি ভোটে পাশ হয় জরুরি পণ্য সংশোধনী বিল । এই বিলটির মাধ্যমে কৃষক ও গ্রাহক দুই পক্ষের স্বার্থই রক্ষিত হবে বলে আশ্বাস দিলেন উপভোক্তা বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দানভে রাওসাহেব দাদারাও ।

রাজ্যসভায় দাদারাও বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃষ্টিভঙ্গীর আঙ্গিকে 1955 সালের এই আইনটি সংশোধিত হল । আমি আশ্বাস দিচ্ছি যে এর ফলে কৃষক ও উপভোক্তা দু'পক্ষই লাভবান হবেন । কৃষকদের আয় দ্বিগুণ করাই আমাদের লক্ষ্য । আর সেই লক্ষ্য পূরণে এই বিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ।"

মন্ত্রী বলেন, '"ফসল গুদামজাত ও সরবরাহ শৃঙ্খল বজায় রাখার ক্ষেত্রে দেশে একটি সমস্যা তৈরি হয়েছিল । জরুরি পণ্য সংশোধনী বিল সেই সমস্যা দূর করতে সহায়ক হবে । কৃষিক্ষেত্রে বিনিয়োগ বাড়বে । উন্নত প্রযুক্তির মাধ্যমে ফসল সংরক্ষণ সহজ হবে । এর ফলে ক্ষতির হারও কমবে ।" তিনি আরও বলেন, "বন্যা, খরার মতো আপৎকালীন পরিস্থিতির জন্যই শুধুমাত্র ফসল সঞ্চয় করে রাখা হবে ।" গত সপ্তাহে সংসদের নিম্ন কক্ষে পাশ হয় এই বিল।

কৃষি বিল পাশ হতেই উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যসভা । বিলের তীব্র বিরোধিতা করেন বিরোধীরা । বিক্ষোভ দেখান । ওয়েলে নেমে আসেন । কৃষি বিল বিরোধী স্লোগান দিতে থাকেন । ডেপুটি চেয়ারম্যান সবাইকে সিটে ফিরে যেতে অনুরোধ করেন । কিন্তু থামানো যায়নি বিরোধীদের । বিক্ষোভ-প্রতিবাদ চলতে থাকে ।

ওই দিনই সংসদে কোম্পানি সংশোধন বিল 2020, ন্যাশনাল ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটি বিল 2020 এবং ব্যাঙ্কিং রেগুলেশন সংশোধনী বিল পাশ হয় ।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details