পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আধঘণ্টা আগেই বজ্রপাতের পূর্বাভাস দেবে এই অ্যাপ - Damini App

কেন্দ্রীয় সরকারের তরফে চালু করা হয়েছে "দামিনী" অ্যাপ ৷ 2018 সালে চালু হওয়া এই অ্যাপ বজ্রপাত হওয়ার 35-40 মিনিট আগেই মানুষকে সতর্ক করে ৷

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

By

Published : Jun 27, 2020, 8:03 PM IST

Updated : Jun 27, 2020, 8:37 PM IST

দিল্লি, 27 জুন : ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটেরোলজি (IITM)-র তরফে উদ্বোধন করা হয় একটি অ্যাপের ৷ এই ফ্রি মোবাইল অ্যাপ মানুষকে বজ্রপাত নিয়ে সতর্ক করতে পারে ৷ 2018 সালে উদ্বোধন করা হয় এই অ্যাপটির ৷ নাম দামিনী ৷ যে কোনও জায়গায় বজ্রপাত হওয়ার 35-40 মিনিট আগে মানুষকে সতর্ক করতে পারে এই অ্যাপ ৷

বন্যা, খরা, বজ্রপাত, ভারী বৃষ্টিপাত, তাপপ্রবাহ, শৈত্যপ্রবাহের মতো প্রাকৃতিক কারণে দেশে হতাহতের পরিমাণ বেশি ৷ মৌসম ভবনের তরফে জানানো হয়, 2019 সালের রিপোর্ট অনুযায়ী, দেশে চরম জলবায়ু পরিস্থিতির কারণে মৃত্যু হয়েছিল 2,038 জনের ৷ যে সংখ্যাটা 2018-তে ছিল 1,396 ৷

গবেষক ও বিশেষজ্ঞ এস ডি পাওয়ার বলেন, "এই দামিনী অ্যাপটি বজ্রপাতকে ট্র্যাক করবে এবং প্রত্যেককে সাবধান থাকার বার্তা পাঠাবে ৷"

নিজের নাম-সহ বিস্তারিত বিবরণ দিয়ে রেজিস্টার করতে হবে অ্যাপটিতে

এই সংক্রান্ত খবর : বাড়ছে বজ্রপাত, বাঁচতে গেলে আবশ্যক লাইটনিং ডিটেক্টর

কীভাবে কাজ করে দামিনী অ্যাপ ?

  • অ্যাপটি ফোনে ইনস্টল করলে প্রথমে রেজিস্টার করার অপশন আসবে ৷ সেখানে নিজের নাম, মোবাইল নম্বর, ঠিকানা, পিন কোড নম্বর ও কী কাজ করেন, সমস্ত বিস্তারিত বিবরণ দিয়ে রেজিস্টার করতে হবে ৷
  • বজ্রপাতের 40 কিলোমিটার রেডিয়াসের মধ্যে কেউ থাকলে তাকে সাবধান করতে বার্তা পাঠাবে এই অ্যাপ ৷
  • বজ্রপাত হওয়ার 35-40 মিনিট আগেই পূর্বাভাস দেবে এই অ্যাপ ৷ পাশপাশি এই অ্যাপ ব্যবহারকারীকে কাছাকাছি সুরক্ষিত আশ্রয় খুঁজতেও সাহায্য করবে ৷
  • অ্যাপটিতে সাবধান থাকার বার্তাগুলি হিন্দি ও ইংরেজি ভাষায় দেওয়া হয় ৷ এছাড়া, এই অ্যাপে দেওয়া রয়েছে বজ্রপাতের সময় কী করবেন, কী করবেন না ৷
  • জলে, স্থলে বা জঙ্গলে থাকাকালীন বজ্রপাতের সময় আপনি নিজেকে সুরক্ষিত করবেন কীভাবে তারও বিবরণ দেওয়া রয়েছে ৷

ভারতে এমন 48টি বজ্রপাত সনাক্তকরণ সেন্সর রয়েছে ৷ যা রয়েছে হিমালয়ের পাদদেশে ও উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ৷ এই এলাকাগুলিতেই বেশি বজ্রপাত হয় ৷ প্রতি সেকেন্ডে পৃথিবীতে 50-100 বার বজ্রপাত হয় ৷ ভারতে অন্য প্রাকৃতিক দুর্যোগের থেকে বজ্রপাতের কারণে বেশি মৃত্যু হয় ৷

বজ্রপাত থেকে সাবধান করতে কেন্দ্রীয় সরকারের তৈরি দামিনী অ্য়াপ
Last Updated : Jun 27, 2020, 8:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details