বিদ্যুৎচালিত ও দূর থেকে পরিচালনা যোগ্য একটি রোবট হল 'দক্ষ' ৷ বিপজ্জনক বস্তু নিরাপদে খুঁজে বের করা, নাড়াচাড়া করা ও ধ্বংস করার কাজে এই রোবট ব্যবহার করে ভারতীয় সেনা ৷
কীভাবে কাজ করে 'দক্ষ' ?
ব্যাটারি-চালিত চাকাযুক্ত এই রোবটের প্রাথমিক কাজই হল বোমা খুঁজে বের করা ৷ নিজের মধ্যে থাকা এক্স-রে যন্ত্রের সাহায্যে বোমা খুঁজে বের করে এই রোবট ৷ তারপর সেটিকে গ্রিপার-আর্ম দিয়ে তুলে নিয়ে যায় সে ৷ পরে জল দিয়ে নিজেই সেই বোমা নিষ্ক্রিয় করে ৷ এই রোবটের মধ্যে একটি শটগান রয়েছে, যা দিয়ে দরজা ভাঙতে পারে সে ৷ রোবটটির 90 শতাংশ যন্ত্রাংশ ভারতে তৈরি ৷
কোথায় কোথায় যেতে পারে 'দক্ষ' ?
এই রোবটে এমন এক ধরনের চাকা লাগানো রয়েছে, যার সাহায্যে এটি বহু কঠিন রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে ৷ এটি সিঁড়ি ও খাড়া ঢাল দিয়েও যেতে পারে ৷ এমন কী, গাড়ির পিছনে বাঁধা অবস্থাতেও চলতে পারে 'দক্ষ' ৷
কত দূর থেকে পরিচালনা করা যায় 'দক্ষ' ?