হায়দরাবাদ, 3 এপ্রিল : হায়দরাবাদে লকডাউন ঠিকঠাকভাবে মানা হচ্ছে কি না তার উপর নজর রাখতে নতুন প্রযুক্তি নিয়ে এল গ্লোবাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সলিউশন্স কম্পানি সাইয়েন্ট ৷ এই কম্পানির তরফে তেলাঙ্গানা পুলিশের হাতে নতুন প্রযুক্তির ড্রোন ক্যামেরা তুলে দেওয়া হয় ৷
এই নতুন প্রযুক্তির মাধ্যমে লকডাউনে নজর রাখার কথা টুইটারের মাধ্যমে জানায় সাইবারাবাদ পুলিশ ৷ হায়দরাবাদের এই সংস্থা জানায়, এই প্রযুক্তির মাধ্যমে শহরের জনবহুল অঞ্চলের পরিস্থিতির উপর নজর রাখতে পারবে তারা ৷ পাশাপাশি লকডাউন সম্পর্কিত ঘোষণা ও টিমকে প্রয়োজন মতো সংগঠিত করতে সক্ষমও হবে ৷
এই ড্রোনের মধ্যে রয়েছে অনেকগুলি CCTV, থার্মাল ইমেজিং পেলোডস ও কোনও কিছু ঘোষণার জন্য স্কাই স্পিকার ৷ এই ড্রোনের পরিদর্শন ক্ষমতা পুলিশের কাজকে আরও সহজ করে তুলবে ৷ দ্রুততার সঙ্গে বিভিন্ন পরিস্থিতির ছবি পৌঁছে যাবে পুলিশের কাছে ৷ ফলে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণে সক্ষম হবে ৷
সাইবারাবাদ পুলিশের তরফে টুইটে লেখা হয়, "কোরোনা সংক্রমণ রুখতে সাইয়েন্টের দুর্দান্ত সহযোগিতা ৷ তাদের ড্রোনভিত্তিক নজরদারি আমাদের পুলিশকর্মীদের শহরের সংবেদনশীল এলাকাগুলি পর্যবেক্ষণে সাহায্য করছে ৷ ড্রোন থেকে আসা ভিডিয়ো পুলিশকে সংবেদনশীল এলাকাগুলিতে যাওয়ার বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করছে ৷"