পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

48 ঘণ্টার মধ্যে মহারাষ্ট্র-গুজরাত উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় - মহারাষ্ট্র-গুজরাত উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়

ইতিমধ্যেই কেরালা, কর্নাটক উপকূল, হায়দরাবাদ ও লাক্ষাদ্বীপে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে ৷ আগামী দু'দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

ছবি
ছবি

By

Published : May 31, 2020, 8:26 PM IST

দিল্লি, 31 মে : আরব সাগরে ঘণীভূত হচ্ছে নিম্নচাপ ৷ মৌসম ভবন থেকে জানানো হয়েছে, আগামী 48 ঘণ্টায় এই নিম্নচাপ ঘূর্ণিঝড় পরিণত হতে চলেছে ৷ যা 3 জুন সকালের দিকে উত্তর মহারাষ্ট্র ও দক্ষিণ গুজরাত উপকূলে আছড়ে পড়তে পারে ৷

এই ঘূর্ণিঝড়ের জেরে গুজরাত, মধ্যপ্রদেশ, গোয়া, কর্নাটক, কেরালা ও লাক্ষাদীপের উপকূলবর্তী এলাকায় 4 মিটার পর্যন্ত জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে ৷ হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় 45-55 কিলোমিটার ৷ যা বেড়ে হতে পারে ঘণ্টায় 65 কিলোমিটার ৷ তবে, 2 জুন সকাল থেকে থেকে দক্ষিণ কর্নাটক ও মহারাষ্ট্র উপকূলে হাওয়ার গতিবেগ বাড়তে পারে ৷ ঘণ্টায় 90-110 কিলোমিটার বেগে বইবে ৷ মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, পূর্ব মধ্য আরব সাগর ও লাক্ষাদ্বীপ অঞ্চলেও একটি নিম্নচাপ তৈরি হয়েছে ৷ যা ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে । এর জেরে উত্তরপ্রদেশের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ।

ইতিমধ্যেই কেরালা, কর্নাটক উপকূল, হায়দরাবাদ ও লাক্ষাদ্বীপ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে ৷ আগামীকালও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এর পাশাপাশি আগামী 2 ও 3 জুন কোঙ্কন উপকূল ও গোয়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

3 ও 4 জুন উত্তর কোঙ্কন উপকূল ও উত্তর মধ্য মহারাষ্ট্রে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ৷ এছাড়াও গুজরাত, দমন, দিউ, দাদরা ও নগর হাভেলিতেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details