পুরীতে আছড়ে পড়ল ফণী, গতিবেগ 175 কিমি - puri
সকাল 9 টা নাগাদ পুরীতে আছড়ে পড়ে ফণী। উপকূলে আছড়ে পড়ার চার থেকে ছ'ঘণ্টা পরও অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপেই ধ্বংসলীলা চালাবে । ধীরে ধীরে তীব্রতা কমতে কমতে চলে যাবে পশ্চিমবঙ্গ অভিমুখে ।
ফণীর দাপট
ভুবনেশ্বর, 3 মে : সকাল 9 টা নাগাদ পুরীতে আছড়ে পড়ে ফণী। আশপাশের এলাকা থেকে লোকজনকে সরানো হচ্ছে। ভাইজ়াগ, চেন্নাই, পারাদ্বীপ, গোপালপুর, হলদিয়া, ফ্রেজারগঞ্জ এবং কলকাতায় 34 টি রিলিফ টিম মোতায়েন করা হয়েছে।
- 11 লাখের বেশি মানুষকে সরানো হয়েছে
- উপকূলরক্ষী বাহিনী ভাইজ়াগ, চেন্নাই, পারাদ্বীপ, গোপালপুর, হলদিয়া, ফ্রেজারগঞ্জ এবং কলকাতায় 34 টি রিলিফ টিম মোতায়েন করেছে। এরই সঙ্গে ভাইজ়াগ ও চেন্নাইতে চারটি জাহাজ রয়েছে
- ঝোড়োহাওয়া শুরু হয়েছে বিশাখাপটনমে
- পুরীতে আছড়ে পড়ল ফণী, গতিবেগ 175 কিমি
- পুরী থেকে 40 কিমি দূরে ফণী
- পুরী থেকে 80 কিলোমিটার দূরে এবং গোপালপুর থেকে 65 কিলোমিটার দূরে অবস্থান করছে ফণী
- ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে শ্রীকাকুলামে
- ইস্ট কোস্ট রেলওয়ের তরফে আরও 10 টি ট্রেন বাতিল করা হয়েছে। আজ 7 টি ট্রেন, আগামীকাল 1টি, 6 মে একটি এবং 7 মে একটি ট্রেন বাতিল করা হয়েছে
- দিঘায় থাকা পর্যটকদের সরিয়ে আনতে আজ SBSTC 50 টি বাস চালু করবে।
- গঞ্জাম থেকে 301460 জন মানুষকে সরিয়ে আনা হয়েছে। 541 জন গর্ভবতী মহিলাদের নিরাপদে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে
- যেসব এলাকায় ফণী আছড়ে পড়তে পারে, গত 24 ঘণ্টায় সেখান থেকে 10 লাখেরও বেশি মানুষকে সরিয়ে আনা হয়েছে
- ভিজিয়ানাগারাম ও শ্রীকাকুলাম জেলার শতাধিক গ্রামে
- বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে
- ওড়িশার পেন্থাকাটা গ্রামের মৎসজীবীরা ত্রাণ কেন্দ্রের দিকে রওনা দিচ্ছেন
- পুরী থেকে 130 কিমি দূরে ফণী
- উপকূলরক্ষী বাহিনী 4 টি জাহাজ ও 34 টি রিলিফ টিম মোতায়েন করেছে
Last Updated : May 3, 2019, 10:08 AM IST