পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ধেয়ে আসছে ফণী, ওড়িশা উপকূলে হলুদ সতর্কতা জারি

ওড়িশা উপকূলবর্তী এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে ইন্ডিয়ান মেটেরোলজিকাল ডিপার্টমেন্ট (IMD)৷ ওড়িশার গঞ্জাম, পুরী, জগতসিংহপুর জেলায় 150-170 কিমি বেগে বয়ে যাবে ফণী৷

By

Published : May 1, 2019, 12:54 PM IST

ছবিটি প্রতীকী

ভুবনেশ্বর, 1 মে : ধেয়ে আসছে ফণী৷ ইতিমধ্যেই ওড়িশা উপকূলবর্তী এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে ইন্ডিয়ান মেটেরোলজিকাল ডিপার্টমেন্ট (IMD)৷ বৌধ, কালাহান্ডি, সম্বলপুর, দেওগড়, সুন্দরগড় এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ IMD-র তরফে আগাম সতর্কতা জারি করা হয়েছে৷ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে৷ উপকূলবর্তী এলাকাগুলি থেকে লোকজনকে সরিয়ে আনা হচ্ছে৷ সমুদ্রে নৌকা, ছোটো জাহাজের চলাচলেও সতর্কবার্তা জারি করা হয়েছে৷

স্বরাষ্ট্র মন্ত্রকের বিপর্যয় মেকাবিলা দপ্তর সূত্রে জানা গেছে, আজ দুপুরের দিকে উত্তর-পশ্চিমে সরবে ফণী৷ তারপর উত্তর ও উত্তর-পূর্ব দিকে বাঁক নিয়ে গোপালপুর ও চাঁদবালির মাঝে ওড়িশা উপকূলকে অতিক্রম করবে৷ সেখান থেকে 3 মের বিকেলে 175-205 কিমি বেগে দক্ষিণ পুরীর দিকে এগিয়ে যাবে এই ঘূর্ণিঝড়৷

ওড়িশার গঞ্জাম, পুরী, জগতসিংহপুর জেলায় 150-170 কিমি বেগে বয়ে যাবে ফণী৷ গজপতি, খুর্দা, কটক, জয়পুর, ভদ্রক, বালসোরের উপর দিয়ে 100-130 কিমি বেগে ধেয়ে আসবে এই ঘূর্ণিঝড়৷ এছাড়া নয়াগড়, অঙ্গুল, কেওনঝড়, ময়ূরভঞ্জ, ধেনকানালেও 30-50 কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হবে ৷

2 মে থেকেই উত্তাল হয়ে উঠতে পারে সমুদ্র ৷ 4 মে ভয়ংকর রূপ নিতে পারে সমুদ্র ৷ যার প্রভাব পড়বে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে ৷ এইসময় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে ৷ ওড়িশা হয়ে ফণী আছড়ে পড়বে পশ্চিমবঙ্গে৷

ABOUT THE AUTHOR

...view details